X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৯১ রানে ৯ উইকেট শেষ শ্রীলঙ্কার, গল টেস্টে উইন্ডিজের দাপট

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ২১:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১:২০

প্রথম দিন শেষে শ্রীলঙ্কা যে জায়গায় দাঁড়িয়ে ছিল, তাতে পাওয়া যাচ্ছিল বিশাল সংগ্রহের আভাস। কিন্তু দ্বিতীয় দিনের সকালে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলো ম্যাচের পরিস্থিতি। ৯১ রান তুলতে শেষ ৯ উইকেট হারিয়ে বসলো লঙ্কানরা। দুর্দান্তভাবে ম্যাচে ফেরা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেও দাপট দেখিয়ে চলেছে। বৃষ্টির বাগড়ায় গল টেস্টের দ্বিতীয় দিনের অর্ধেকটা নষ্ট হলেও ক্যারিবিয়ানরা স্বস্তি নিয়ে ঘুমাতে গেছে।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৯.৪ ওভারে ১ উইকেটে করেছে ৬৯ রান। ভিরাসামি পেরমল ও জোমেল ওয়ারিকানের ছোবলে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা থেকে পিছিয়ে আছে ১৩৫ রানে।

গলের প্রথম দিনের দুই সেশন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শেষ সেশনে চমৎকার ব্যাটিংয়ে ৩৪.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে ফেলে লঙ্কানরা। দারুণ শুরু পাওয়া স্বাগতিকরা দ্বিতীয় দিনের সকালেই খেই হারায়। পাথুম নিশানকা ও ওশাডা ফার্নান্ডো জুটি বেশি দূর যেতে পারেনি। ওশাডা ১৮ রানে বিদায় নেওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন নিশানকা। কিন্তু পেরমলের জোড়া ধাক্কায় এলোমেলো লঙ্কানরা। ৭৩ রান করা নিশানকাকে ফেরানোর এক বল পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) আউট ‍করে চমক দেখান ক্যারিবিয়ান স্পিনার।

এরপর ম্যাথুজ ঊরুতে টান খেলে রিটায়ার্ড হার্ট হলে আরও সর্বনাশ! বাকি সময়টা শুধু আসা-যাওয়া। কিছুই করতে পারেননি চারিথ অসালঙ্কা (১০), দিনেশ চান্ডিমাল (২) ও রমেশ মেন্ডিস (৫)। ম্যাথুজ পরে ব্যাটিংয়ে ফিরলেও ২৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়েই ২০৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার পেরমল। বাঁহাতি স্পিনার ১৩ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৫ উইকেট। ওয়ারিকান ১৮.৩ ওভারে ৫০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ শুরু পায় ক্যারিবিয়ানরা। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করে ফিরে যান জার্মেইন ব্ল্যাকউড। ৯৯ বলে ৫ বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি। এই ওপেনারের বিদায়ের কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আগেভাগেই শেষ হয়ে যায় দিনের খেলা। তৃতীয় দিন শুরু করবেন ক্রেগ ব্র্যাথওয়েট (২২*) ও এনক্রুমা বনার (১*)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও