X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচল করছে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:১৪

আন্দোলনের পর রাজধানী ঢাকার গণপরিবহনে হাফ ভাড়ায় চলাচলের সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলের আইডি কার্ড দেখিয়ে নির্ধারিত ভাড়ার অর্ধেক দিচ্ছেন তারা। তবে যাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছিল না তাদেরকে ফুল ভাড়া দিতে হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি শিক্ষার্থীদের জন্য বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত দিয়ে হাফ ভাড়া ঘোষণা করেন। একই সঙ্গে সরকারের মালিকানাধীন সংস্থা বিআরটিসি’ও তাদের বাসগুলোতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরে করে। যা আজ বুধবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।

সকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নগরীর বিভিন্ন এলাকাগামী পরিবহনগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া দিতে দেখা গেছে। এসময় মোহাম্মদপুরগামী কয়েকজন শিক্ষার্থী মিডলাইন পরিবহনে উঠেন। তারা হাফ পাস দিবেন বলে জানালে হেলপার বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ পাস। তবে আইডি কার্ড দেখাতে হবে। পরে তাদের থেকে ভাড়া নেওয়া হয়।

ফার্মগেট এলাকায় বিকাশ পরিবহন থেকে নামেন স্কুল শিক্ষার্থী রাজিব উদ্দিন। তিনি বলেন, স্কুলের আইডি কার্ড সঙ্গে ছিল। হাফ ভাড়া দিয়েই এসেছি। যাদের কার্ড সঙ্গে ছিল না তাদেরকে ফুল ভাড়া দিতে হয়েছে। কোনও ঝামেলা করেনি।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ থেকে রাজধানী ঢাকার সকল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হয়েছে। সব পরিবহন হাফ ভাড়া নিচ্ছে। তবে শিক্ষার্থীদের করণীয় হচ্ছে তারা অবশ্যই স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাবেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।

তিনি আরও বলেন, হাফ ভাড়া চালু করতে আমরা গত ২৯ নভেম্বর মালিকদের নিয়ে একটি সভা করি। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন। তাদের মতামত ও সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান