X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সমুদ্রে ট্রলারে ডাকাতি, মোবাইলে মুক্তিপণ নিতো ইলিয়াস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের নৌকায় ডাকাতি ও অপহরণে জড়িত ইলিয়াস হোসেন মৃধাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইলিয়াসের নেতৃত্বে ১৫-১৭ জনের একটি জলদস্যু দল রয়েছে। যারা সমুদ্রে মাছ ধরা ট্রলারে ডাকাতি করে। আমরা ইলিয়াসকে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছি।’

র‍্যাবের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন উপকূলীয় এলাকার ৩০ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দূরবর্তী বঙ্গোপসাগরের অভ্যন্তরে বেশ কয়েকটি মাছ ধরা ট্রলার ও নৌকায় দস্যুতার ঘটনা ঘটে। তারা জেলেদের খাবার, টাকা নিয়ে যায়। জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এমনকি ডাকাতির সময় সুন্দরবনে পার্শ্ববর্তী দেশের সীমান্তবর্তী এলাকায় গুলিতে একজন নিহতের ঘটনাও ঘটে।

গত ২০ নভেম্বরের মাঝামাঝিতে পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা থেকে কয়েকজন জেলে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। ওই দিন রাত ৭ থেকে ৮টার মধ্যে বলেশ্বর ও পায়রা মোহনায় বঙ্গোপসাগরের ৩০-৫০ কি.মি. অভ্যন্তরে তারা অপহরণের শিকার হয়। জলদস্যুরা ক্রমান্বয়ে একটির পর একটি নৌকায় ডাকাতি করে। সহকর্মীদের মুক্তিপণের অর্থের পরিমান জানিয়ে দিয়ে ভিকটিমদের নৌকাযোগে ফেরত পাঠায় জলদস্যুরা। কিন্তু দস্যুরা ভিকটিমদের একটি নৌকা রেখে দেয়, যা ডাকাতির কাজে তারা ব্যবহার করে।

এছাড়া ভিকটিমদের কাছ থেকে লুণ্ঠনকৃত মাছ, জাল এবং তেল ডাকাতদের নৌকায় নিয়ে যাওয়া হয়। মোবাইলসহ মূল মাঝি ও কয়েকজন সদস্যকে অপহরণ করে নিয়ে যায়।

ভিকটিমদের মোবাইল নম্বর থেকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে জলদস্যুরা।

এই ঘটনায় পাথরঘাটা থানায় দুটি মামলা হয়।

ঘটনার পর র‍্যাব-৮ বঙ্গোপসাগরের অভ্যন্তরে ও সমুদ্রের নিকটবর্তী চরাঞ্চল যেমন—ডালচর, সোনার চর, চর মন্তাজসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এছাড়াও হেলিকপ্টারযোগে টহল পরিচালনা করে র‍্যাব। একপর্যায়ে র‍্যাবের গতিবিধি ও তৎপরতা আঁচ করতে পেরে দস্যুরা গত ২৩ নভেম্বর অপহৃতদের নৌকায় রেখে চলে যায়। কিছুক্ষণ পরে ভিকটিমদেরকে ডাকাত সন্দেহে ঘিরে ফেলে একটি চক্র হামলা চালায়। মূলত ডাকাতরা অন্যান্যদের নৌকা মিথ্যা তথ্য দিয়ে নিয়ে এসে এ হামলা চালিয়ে কৌশলে স্থান ত্যাগ করে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে র‍্যাব-৮ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে জেলেদের নৌকায় ডাকাতির মূল মুক্তিপণ সংগ্রাহক মো. ইলিয়াস হোসেন মৃধাকে (২৮) গ্রেফতার করে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা। জেলেদের অপহরণ করে মুক্তিপণের পাঁচ লাখের বেশি টাকা তার কাছ থেকে র‍্যাব উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইলিয়াস হোসেন জানায়, সে সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্য। দলে ১৫-১৭ জন সদস্য রয়েছে। দলের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে।

গ্রেফতারকৃত ইলিয়াস দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। তবে তার স্থায়ী নিবাস পটুয়াখালী। সে বিভিন্ন সময়ে গার্মেন্টসকর্মী, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, সেমাই  ও মিষ্টি তৈরিকারক, ইটের ভাটার শ্রমিকসহ বিভিন্ন রকম পেশার ছদ্মবেশে ডাকাতির অর্থ সংগ্রহে নিয়োজিত রয়েছে। সে প্রয়োজন অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে ছদ্মবেশে এ ধরণের অপরাধমূলক কাজ করে থাকে।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়