X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:১০

শুধু ঢাকা মহানগরে নয়, সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। একইসঙ্গে সারাদেশের সড়ক দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা মারা গেছেন সেগুলোর তদন্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের জন্য ৭২ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। চলমান আন্দোলনে নাইম, মঈনুদ্দিনদের তাজা লাশের বিনিময়ে ঢাকা শহরের শিক্ষার্থীরা হাফ পাস পেলো, কিন্তু বাইরের শিক্ষার্থীদের কি হাফ পাস লাগে না?

তারা আরও বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন যে, তারা গরিব, খরচ পোষাতে পারছেন না। উল্টো ভর্তুকি চাচ্ছেন। এগুলো তাদের টালবাহানা। মন্ত্রীরা গর্ব করে বলছেন, তারাও হাফ ভাড়া দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও ’৬৯-এ হাফ ভাড়ার জন্য আন্দোলন করেছেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ১১ দফার প্রথম দফা ছিল হাফ ভাড়া। অথচ তারা সেটা চালু করতে পারছেন না।

সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা ঢাকার শিক্ষার্থীদের তুলনায় অপেক্ষাকৃত আর্থিকভাবে কম স্বচ্ছল। তাদের পক্ষে পূর্ণ ভাড়া দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে বলবো সারাদেশে সকল ধরনের গণপরিবহনে হাফ পাস দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি সোহেল মৃধা, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, রুবেল মাহমুদ, উপ-দফতর সম্পাদক সারোয়ার রহমান মুন্না প্রমুখ।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়