X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধুনটে নৌকার পরাজিত প্রার্থীসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:১২

বগুড়ার ধুনটে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ২৯ জনের নাম উল্লেখ করে মোট ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ছেলে রাসেদুজ্জামান সবুজ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

এজাহার সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের প্রার্থী শামছুল বারী শেখ বাড়ির পাশে জোড়খালি মাদ্রাসা কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মাসুদুল হক বাচ্চু প্রতিবাদ করেন। তখন নৌকার প্রার্থী ও তার লোকজন হামলা চালিয়ে মারধর করলে বাচ্চুসহ অন্তত ২০ জন আহত হন।

বাচ্চুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গোসাইবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান বাচ্চুর ছেলে সবুজ মিয়া বাদী হয়ে পরাজিত নৌকার প্রার্থী শামসুল বারীসহ ২১ জনের নাম উল্লেখ করে ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

অপরদিকে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের ভাই শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৪৫) মারধর করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে চিকাশী ইউনিয়নে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নিজের মেয়ে জামাইকে ভোটে দাঁড় করিয়ে দেওয়ার অভিযোগে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে আলেফ বাদশাকে বহিষ্কার করা হয়।

এদিকে হামলার ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুল হাই খোকন বাদী হয়ে আলেফ বাদশাসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় দুটি পৃথক মামলা  হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা