X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য যে কারণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

রাফায়েল অগাস্তোর খেলা দেখে মুগ্ধ অনেকেই। বিষয়টা এখন অনেকটাই ধ্রুব সত্য। বল পেলেই প্রতিপক্ষের বক্সে গিয়ে হানা দেওয়া কিংবা সতীর্থদের দিয়ে গোল করার আপ্রাণ চেষ্টা থাকে তার। পায়ের অসাধারণ কারিকুরিতে এবারও আবাহনী লিমিটেডের হয়ে স্বাধীনতা কাপ ফুটবলে মাঠ মাতাচ্ছেন।

শুধু অগাস্তো নয়, বসুন্ধরা কিংসের রবিনিয়োসহ অন্যরাও দুর্দান্ত খেলছেন! যে কারণে দেশের ঘরোয়া ফুটবলে ব্রাজিলিয়ান তথা লাতিন আমেরিকান ফুটবলারদের আধিক্য দিন দিন বাড়ছেই। এমন সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ তো অবশ্যই আছে।

অথচ আগে একসময় ঘরোয়া ফুটবলে আফ্রিকানদের দাপট দেখা যেতো ভীষণ। প্রতিটি দলই আফ্রিকান খেলোয়াড়দের দিয়ে বিদেশি কোটা পূরণ করতো। বেশ কিছু দিন ধরেই সেই ধারা কমতে শুরু করেছে। এখন ব্রাজিলিয়ান ছাড়া ইউরোপিয়ানদেরও দেখা যাচ্ছে। এমনকি ফরোয়ার্ড পজিশনে আফগানিস্তানের খেলোয়াড়ও আছে। আর এশিয়ান কোটার সৌজন্যে উজবেকিস্তান-কিরগিজস্তান-জাপানের খেলোয়াড়রদের আধিক্যও কম নয়।

আফ্রিকান খেলোয়াড়দের ওপর এভাবে নির্ভরশীলতা কমিয়ে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের পায়ের কাজ ভালো। দর্শকরা তাদের খেলা দেখে আনন্দ পায়। এছাড়া ক্লাবগুলো উঁচুমানের খেলোয়াড় চাইছে। এই কারণে আফ্রিকান খেলোয়াড়দের আধিক্য কমছে। লাতিন আমেরিকার খেলোয়াড়দের চাহিদা বাড়ছে। আগামীতে আরও বাড়বে।’

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বি এ জোবায়ের নিপুরও একই অভিমত, ‘আগে রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলা হতো। আফ্রিকান খেলোয়াড়দের আধিক্য ছিল। এখন শৈল্পিক খেলা চায় সবাই। যেমন রবিনিয়ো- অগাস্তোরা খেলছে। আসলে এখন সবাই সুন্দর ফুটবল দেখতে চায়। যে কারণে লাতিন আমেরিকার খেলোয়াড়দের দিকে ঝুঁকতে হয়েছে। এছাড়া তাদের সঙ্গে খেলে আমাদের স্থানীয়রা শিখতেও পারবে।’

লিগের দিকে খেয়াল রাখলেই বোঝা যাবে বর্তমান অবস্থা। গতবার ব্রাজিলিয়ান খেলোয়াড় খেলেছেন ৬জন। এবারের মৌসুমে ব্রাজিলের খেলোয়াড় সংখ্যা দাঁড়িয়েছে সর্বোচ্চ আটে। আবাহনী লিমিটেডে আছেন রাফায়েল অগাস্তো ও দোরিয়েল্তন। বসুন্ধরায় রবিনিয়ো ও ফেরনান্দেজ। শেখ রাসেলে মিডফিল্ডার থিয়াগো এডওয়ার্ড ও ফরোয়ার্ড এলটন ম্যাকাডো ডি সুজা। পুলিশ এফসির হয়ে খেলছেন ডিফেন্ডার দানিলো অগাস্তো ও মিডফিল্ডার দেনিলস রড্রিগুয়েজ।

এদের মধ্যে আবাহনীর অগাস্তো তো দারুণ ফুটবলার। মাঝ মাঠে তার পায়ে ছন্দময় ফুটবল দেখা গেছে। দোরিয়েন্তনের অভিষেকও হতে যাচ্ছে পরের ম্যাচে। চাইনিজ লিগে খেলা ৬ ফুটি এই স্ট্রাইকারকে ঘিরে তাই আকাশি-নীল শিবিরের প্রত্যাশা পারদসমান।

বসুন্ধরার রবিনিয়ো তো গতবার লিগে সর্বোচ্চ ২১টি গোল করে দৃষ্টি আকর্ষণ করেছেন। গোল করার পাশাপাশি করাতেও ভীষণ পারদর্শী। ফেরনান্দেজও তাই। শেখ রাসেল ও পুলিশ ক্লাবের ব্রাজিলিয়ানদের অবস্থাও খারাপ নয়।

তবে ঢাকার মাঠে উঁচুমানের এই বিদেশি আনতে গিয়ে ক্লাবগুলোর খরচও হচ্ছে বেশ। তার পরেও শিরোপাপ্রত্যাশী দলগুলোর কেউ কেউ ব্রাজিলিয়ানদের ওপরই ভরসা রেখে খেলছে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের