X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে কটূক্তি: আ.লীগ নেতাকে আজীবন বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:১২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় সাধারণ সদস্যের পদ থেকে আহসান হাবিব আম্বিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল পোদ্দার ববি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আম্বিয়া নিজেই পদত্যাগ করেন।

বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আহসান হাবিব আম্বিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। তাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়। নেতাকর্মীরা তার কুশপুতুল দাহ, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে আম্বিয়া নিজেই পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় ৪৯ জন অংশ নেন। সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় সভায় সর্বসম্মতিতে তাকে উপজেলার দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্ত জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে। যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে নিজেকে নির্দোষ দাবি করে আহসান হাবিব আম্বিয়া জানান, কম্পিউটারে তার বক্তব্য এডিটিং করে বিকৃত করা হয়েছে। যা বলেছেন, তার উল্টো প্রচার করা হচ্ছে। তিনি এ জন্য খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও তার লোকজনদের দায়ী করেন। তারা বিরুদ্ধে হওয়া মিথ্যাচার মোকাবিলা করতে না পেরে নিজেই পদত্যাগ করেছেন। তার আশা, দলীয় সভানেত্রী শেখ হাসিনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার প্রতি ন্যায় বিচার করবেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি