X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জামানত হারালেন ২৯ চেয়ারম্যান প্রার্থী

মাদারীপুর সংবাদদাতা
০১ ডিসেম্বর ২০২১, ২২:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:১৩

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে নির্বাচনে লড়া ২৯ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে জাকের পার্টির ২ ও ইসলামী আন্দোলনের ৭ ও ২০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৪ ইউপিতে ৭১ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৯ প্রার্থী জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- শিরখাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হেলাল খান, হান্নান হাওলাদার, মস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আ. হাকিম মাতুব্বর, কালিকাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান খান, পাঁচখোলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম, ধুরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, হান্নান মাতুব্বর, কুনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী ও মো. মহব্বত আলী মুন্সী, পেয়ারপুর ইউনিয়নে জাকের পার্টির কে এম গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাবির মল্লিক, স্বতন্ত্র প্রার্থী সামসুল হক, কেন্দুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেসমিন আহমেদ, মজলু সরদার, মো. মজিবর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুন সরদার, ছিলারচর ইউনিয়নে বিলকিস আক্তার, জাকের পার্টির মো. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ, খোয়াজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লিটন, মেহেদী হাসান, মো. ইউনুস শিকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফুল ইসলাম ও রাস্তি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জেসমিন আক্তার, মনিরুজ্জামান হাওলাদার, মোহাম্মদ মোখলেছুর রহমান, রাসেল মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম রহমান।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার নিয়ম আছে। তাই ওই ২৯ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে।’

/এফআর/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা