X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধায় সেই জাপানি এবার অন্য ভূমিকায়

তানজীম আহমেদ
০২ ডিসেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:১৭

তিন বছর আগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে খেলতে আসেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। এসেই ক্লাবটির সঙ্গে নানানভাবে জড়িয়ে যান। বিশেষ করে আর্থিক সংকটের সময়ে বাংলাদেশের ক্লাবটির পাশে দাঁড়িয়ে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেন। জন্মস্থান জাপানে প্রচারণা চালিয়ে জার্সি বিক্রি করে প্রচুর অর্থ ক্লাবের ফান্ডে যোগ করেছেন। এবার সেই জাপানি ফুটবলার অন্য ভূমিকায়। ফুটবল থেকে সদ্য অবসর নিয়ে মুক্তিযোদ্ধার সহকারী ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছেন।

শুধু তা-ই নয়, মালয়েশিয়ার কোচ রাজ ইসার সঙ্গে দলের কোচিংয়েও সাহায্য করে যাচ্ছেন। ৩৫ বছর বয়সী কাতো সবসময় বলে আসছেন, বাংলাদেশের স্বাধীনতায় অসামান্য অবদান রাখা মুক্তিযোদ্ধাদের নামের দলটি ফুটবল থেকে হারিয়ে যেতে পারে না। তাই ফুটবলে যেন দলটি টিকে থাকে, সেই লক্ষ্যেই মাঠের বাইরে থেকেও সাহায্য করে যাচ্ছেন।

এই তো স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু হয়েছে। সহকারী ম্যানেজারের পাশাপাশি ম্যাচের আগে খেলোয়াড়দের ওয়ার্ম-আপেও নির্দেশনা দিতে দেখা গেছে কাতোকে। নিজের নতুন ভূমিকা নিয়ে বাংলা ট্রিবিউনকে কাতো বলেছেন, ‘এই দেশের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে খেলে অবসর নিয়েছি। দলটির জন্য আমার আলাদা টান রয়েছে। আমি চাই এই দলটি যেন ফুটবলে টিকে থাকুক। সেই লক্ষ্যে অর্থ সাহায্য দিয়ে চেষ্টা করেছি পাশে থাকার জন্য। এবার অবসর নিলেও সহকারী ম্যানেজার হিসেবে নতুন করে কাজ শুরু করেছি। অন্তত মাঠের বাইরে থেকে যতদূর পারি যেন সহায়তা করতে পারি।’

কাতো আর্জেন্টিনা, চীন ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের ক্লাব ফুটবলে খেলেছেন। বাংলাদেশ প্রথম শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলতে আসেন। আর ২০১৮ সালে মুক্তিযোদ্ধার অধিনায়ক হিসেবে খেলেন। এবার তো মাঠের ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন। শেষ মৌসুমে ২৩ ম্যাচে ২ গোল করেছেন। মুক্তিযোদ্ধার প্রতি আলাদা ভালোবাসার কথা জানিয়ে কাতোর বক্তব্য, ‘আমি সবসময় চাই এই ক্লাবটি ফুটবলে ভালোভাবে থাকুক। এজন্য সবার এগিয়ে আসা উচিত। যেন ক্লাবটি হারিয়ে না যায়। এতে করে বাংলাদেশের ফুটবল উপকৃত হবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়