X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে হত্যা, স্বামী-শ্বশুর-ননদ আটক

পঞ্চগড় প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৭:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:০৩

পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে শাবানা আক্তার আসমা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ। 

অভিযোগ উঠেছে, ধানের খড় নিয়ে শাশুড়ি ও ননদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পুলিশ আসমার শ্বশুর সলেমান আলী, স্বামী আতিকুর রহমান ও ননদ খাদিজা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আসমার পরিবার ও স্থানীয়রা জানায়, সাত বছর আগে জেলার সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের মেয়ে শাবানা আক্তার আসমার সঙ্গে একই ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সলেমান আলীর ছেলে আতিকুর রহমানের বিয়ে হয়। এরপর তাদের সংসারে ইমরান (৪) নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। আতিক ও আসমা আলাদা বসবাস করেন। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আতিক ও আসমা ধান মাড়াই করেন। আসমার শাশুড়ি জোলেখা আক্তার ও ননদ খাদিজা আক্তার ধান মাড়াইয়ের খড় নিয়ে যেতে চান, এ সময় আসমা বাধা দেন। এ নিয়ে রাতে শাশুড়ি ও ননদ আসমার সঙ্গে ঝগড়া হয় এবং তাকে মারধর করে। মারধরের কারণে শরীর ব্যথা হওয়ায় বৃহস্পতিবার সকালে আসমার স্বামী আতিকুর বাজারে ওষুধ নিতে যান। সকালে আবারও খড় নিয়ে শাশুড়ি ও ননদ আসমাকে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে রাখেন। আতিকুর বাজার থেকে এসে স্ত্রীকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা বাসায় গিয়ে আসমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।

খবর পেয়ে পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ, এসআই দীন মোহাম্মদসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আসমার মা মহসিনা বেগম বলেন, ‘আমার মেয়েকে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার রাতে তাকে মারধর করেছিল বলে আমাকে ফোনে জানিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

আসমার চাচা মকবুল হোসেন ও শাহিন আলম বলেন, ‘আমাদের ভাতিজিকে তার শাশুড়ি ও ননদ মারধর করে শ্বাসরোধে হত্যা করেছে।’ তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছে। তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া