X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিস জনসনকে ‘ভাঁড়’ বলেছিলেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগত আলাপচারিতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করেছিলেন। ফ্রান্সের একটি রাজনৈতিক সাময়িকীর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রোঁ বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘অশ্লীল আচরণের মনোভাব’ রয়েছে।

গত বুধবার চ্যানেলে শরণার্থীদের একটি নৌকাডুবি নিয়ে ফোনালাপের পর জনসনের আচরণ নিয়ে গত সপ্তাহে অভিযোগ করেন ম্যাক্রোঁ। এরপরই ফরাসি সাময়িকী এমন প্রতিবেদন প্রকাশ করলো।

চ্যানেল পার হওয়া নিয়ে পাঁচ দফা পরিকল্পনার রূপরেখা টুইটারে জনসন প্রকাশ করার পর ক্ষুব্ধ হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, দুদিন আগে প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে গুরুত্ব সহকারে আলাপ করেছি। আমার দিক থেকে আমি তা করা অব্যাহত রেখেছি, সব দেশ ও সব নেতার সঙ্গেও এমনটি করি আমি। তারা যখন গুরুত্ব দেয় না তখন আমি অবাক হই। প্রকাশ করা টুইট ও চিঠির ভিত্তিতে আমরা অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করি না।

সাময়িকীটির মতে, প্রকাশ্যে এসব কথা বললেও ব্যক্তিগত আলাপচারিতায় জনসনকে নিয়ে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। এসব আলাপে ম্যাক্রোঁ বলেছেন, জনসন আমার সঙ্গে পূর্ণ গতিতে কথা বলেছেন। সবকিছু ঠিক হওয়ার পথে ছিল। আমরা বড় মানুষের মতো আলোচনা করেছি। কিন্তু এরপরই তিনি আমাদের কঠিন সময়ে ফেলেছেন। সব সময়েই একই সার্কাস।

এতে আরও বলা হয়েছে, ম্যাক্রোঁ উপদেষ্টাদের বলেছেন, জনসন ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়েছেন ফ্রান্সকে বলির পাঁঠা বানানোর জন্য।

এরপর ম্যাক্রোঁ বলেছেন, এটা দুঃখের বিষয় যে একটি বড় দেশ, যেটির সঙ্গে আমাদের অনেক কিছু করার আছে, সেটির নেতৃত্ব দিচ্ছেন একজন ভাঁড়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা