X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নৌকার মনোনয়ন চান স্বামী-স্ত্রী ও ভাই

টাঙ্গাইল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৯:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান একই পরিবারের তিন জন। তারা হলেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া তার স্ত্রী ও ভাই। বিষয়টি এখন বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আবার অনেকে এমন কাণ্ডকে হাস্যকর হিসেবেও দেখছেন।

নৌকার মনোনয়ন পেতে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন মহেড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া, তার স্ত্রী রাজিয়া বেগম ও ছোট ভাই আওলাদ হোসেন। তারা ছাড়াও এই ইউনিয়নে নৌকার মনোনয়ন চান পাঁচবারের সাবেক চেয়ারম্যান বিভাষ সরকার নুপুর। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়ার কাছে হেরে যান।

জানা গেছে, ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। গত নির্বাচনে তিনি নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। বাদশা মিয়ার স্ত্রী রাজিয়া বেগম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা নারী জাগরণ সংস্থার সভাপতি। ছোট ভাই আওলাদ হোসেন উপজেলা যুবলীগের সদস্য।

একটি সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান বাদশা মিয়া গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন। এ জন্য তিনি মনোনয়ন নাও পেতে পারেন। এ কারণে তার স্ত্রী ও ভাইকে দিয়ে মনোনয়নপত্র ক্রয় করেছেন। তাদের পরিবারের কেউ মনোনয়ন না পেলেও বাদশা মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ছোট ভাই আওলাদ হোসেন চাচ্ছেন, তিনিই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিষয়টিকে কেন্দ্র করে দুই ভাইয়ের দ্বন্দ্বও চলছে।

বাদশা মিয়া বলেন, ‘আমি এলাকা গুছিয়ে রেখেছি। গত বছর আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন দেয়নি। মন খারাপ করে বিদ্রোহী প্রার্থী হয়েও নৌকার প্রার্থী বিভাষ সরকার নুপুরকে হারিয়ে জয়লাভ করি। এবার শুনছি, গতবারের বিদ্রোহী প্রার্থীদের দলীয় মনোনয়ন দেবে না। এই খবর পেয়ে আমার ছোট ভাই আওলাদও মনোনয়নপত্র তুলেছে। নৌকাকে ধরে রাখতে আমার স্ত্রীর নামেও মনোনয়নপত্র তুলেছি। আমার স্ত্রীও আমার মতোই জনপ্রিয়। তাকে দল মনোনয়ন দিলেও সে জয়ী হবে।’

আওলাদ হোসেন বলেন, ‘আমরা সাত ভাই। আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগ করেন। আমি মির্জাপুর কলেজ ছাত্রলীগ শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আমার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। বিদ্রোহীদের এবার দল মনোনয়ন দেবে না। এ জন্য আমি দলীয় মনোনয়ন চেয়েছি। দল আমাকে মনোনয়ন দেবে বলে আশাবাদী। তবে দল যাকেই মনোনয়ন দিক আমি তার হয়েই কাজ করবো।’

বিভাষ সরকার নুপুর বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদেশ, সাধারণ সম্পাদক আকবর হোসেন বিদ্রোহী প্রার্থীর ছোট ভাই। কোনও বর্ধিত সভা না করেই আমাকে ৩ নম্বর মনোনয়নপ্রত্যাশী হিসেবে তালিকা জমা দিয়েছে। দলীয় নিয়ম অনুযায়ী বিদ্রোহীরা নৌকার মনোনয়ন পাবেন না। গতবার আমি নৌকা পেয়েছিলাম, এবারও নৌকার পাওয়ার বিষয়ে আশাবাদী।’

প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১টি প্রকল্প অনুমোদন
একনেকে ১১টি প্রকল্প অনুমোদন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে