X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কী হচ্ছে আলেশা মার্টে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২০:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:৩০

ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের অফিস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। তবে অফিস বন্ধ থাকলেও আলেশা মার্টের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আলেশা মার্টের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে নোটিশ দিয়ে এবং গ্রাহকদের উদ্দেশে ফেসবুক লাইভে এসে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এই তথ্য জানিয়েছেন।

গত কিছুদিন ধরেই আলেশা মার্টে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের হয়রানি, সময় মতো পণ্য না দেওয়া, গ্রাহকদের পাওনার বিপরীতে চেক দিলেও তা প্রত্যাখ্যাত হওয়ার মতো নানা ঘটনার কারণে প্রতিষ্ঠানটিতে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এসব কারণে অফিস বন্ধ করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় ই-কমার্স খাতে প্রশ্ন উঠেছে, কী হচ্ছে আলেশা মার্টে?

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আলেশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলম শিকদার ফেসবুক লাইভে এসে বলেন, আমাদের প্রতিনিয়ত নতুন নতুন অবস্থা ও পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরও বলেন, আমরা শিগগিরিই শতভাগ সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) চলে যাচ্ছি। অফিস বন্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের অফিসে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সে কারণে আমাদের পক্ষে অফিস খোলা রাখা সম্ভব হচ্ছে না। তবে আমাদের (আলেশা মার্টের) কার্যক্রম চালু থাকবে।

কী হচ্ছে আলেশা মার্টে?

এদিকে গতকাল (বুধবার) আলেশা মার্ট কর্তৃপক্ষ অফিস বন্ধের কারণ হিসেবে তাদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, আলেশা মার্ট বুধবার (১ ডিসেম্বর) আমাদের জানিয়েছে, কিছু সমস্যার কারণে তারা অফিস চালু রাখতে পারছে না তবে তাদের কার্যক্রম চালু থাকবে। তারা গ্রাহকের পাওনা পরিশোধ করে দেবে। প্রয়োজনে তারা গ্রাহকের ঠিকানায় গিয়ে পাওনা অর্থ বাবদ চেক দেবে। তারা পর্যায়ক্রমে সবার পাওনা মিটিয়ে দেবে বলে ই-ক্যাবকে জানিয়েছে।

তিনি বলেন, আলেশা মার্ট আমাদের জানিয়েছে পেমেন্ট গেটওয়েতে তাদের ৪৪ কোটি টাকা আটকে আছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
এসক্রো বাস্তবায়নে কমিটি, থাকছেন ই-কমার্স ব্যবসায়ীরাও
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ