X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভ্যাট ফাঁকির অভিযোগে আমেরিকান বার্গারের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২১:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:২৫

রাজধানীর ধানমন্ডিতে আমেরিকান বার্গার নামে একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। অভিযানে দীর্ঘদিনের ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারের কোষাগারে জমা দেয়নি। তাৎক্ষণিক অভিযানে গত চার মাসে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা বিক্রি করলেও এক টাকাও ভ্যাট না দেওয়ার প্রমাণ মিলেছে।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, একজন ক্রেতা ধানমন্ডির ৭ নম্বর রোডে আমেরিকান বার্গারে খাবার খেয়ে বিল দিতে গিয়ে ভ্যাটের চালান চান। কিন্তু প্রতিষ্ঠান ভ্যাটের চালান না দেওয়ায় ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদফতরে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযানের নির্দেশনা দেই। অভিযানে ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। তিনি  বলেন, ‘আমেরিকান বার্গারের সার্বিক কার্যক্রম অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী তলব করা হয়েছে।’

জানা গেছে, অভিযানে গোয়েন্দার দল দেখতে— প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করলেও ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি। গোয়েন্দা দল পস মেশিন থেকে বিক্রির তথ্য জব্দ করে দেখতে পায়— ২৩ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার বেশি বিক্রি করলেও প্রতিষ্ঠানটি কোনও ধরনের ভ্যাট দেয়নি।

ভ্যাট আইন অনুসারে, যেকোনও ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর আগেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যুর বিধান রয়েছে।

একইসঙ্গে মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে তাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমেরিকান বার্গার আইনের এই বিধান ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করছিল।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা