X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ব্রিজ উড়িয়েও মুক্তিযোদ্ধাদের রুখতে পারেনি হানাদার বাহিনী 

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫

আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হচ্ছে। তবে মুক্তিযুদ্ধের ৯ মাসই ঠাকুরগাঁও জেলার তৎকালীন মহুকুমা তেঁতুলিয়া থানা ছিল শত্রুমুক্ত। হানাদার বাহিনী তেঁতুলিয়ায় ঢুকতে পারেনি। তাই এই মুক্তাঞ্চল থেকেই যুদ্ধ পরিচালনা করা হতো।  

৬ নম্বর সেক্টরের আওতায় মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় ২৯ নভেম্বর পঞ্চগড় থানা দখল করেন। এ অবস্থায় পাকিস্তানি শত্রুরা পিছু হটতে থাকে। তারা পঞ্চগড় ছেড়ে পিছু হটে ময়দানদিঘী তারপর বোদা এবং পরে ঠাকুরগাঁও থানার ভুল্লিতে ঘাঁটি গাড়ে। 

সেখানে বীর মুক্তিযোদ্ধারা যাতে না আসতে পারে, সে জন্য পাকিস্তানি বাহিনী বোমা মেরে ভুল্লি ব্রিজটি উড়িয়ে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্রিজের ওপারেই ১ ডিসেম্বর রাতে পৌঁছে যান মুক্তিযোদ্ধারা। সেখানে রাতভর চলে সম্মুখ যুদ্ধ। ২ ডিসেম্বর সারাদিন যুদ্ধ চলে। এরপর পাকিস্তানি সেনারা পিছু হটে ঠাকুরগাঁও শহরে অবস্থান নেয়। 

মুক্তিযোদ্ধারা মিত্রবাহিনীর সহায়তায় ভুল্লি পার হয়ে ঠাকুরগাঁও শহরের দিকে রওনা দিলে দেখে রাস্তায় মাইন পোঁতা। ২ ডিসেম্বর রাতভর মাইন অপসারণ করে প্রচণ্ড আক্রমণ করে এগোতে থাকলে পাকিস্তানি বাহিনী ঠাকুরগাঁও শহর ছেড়ে পালিয়ে যায়। শত শত মুক্তিযোদ্ধা ৩ ডিসেম্বর ভোরে শহরে ঢুকে পড়ে। ফাঁকা ফায়ার করতে করতে জয়বাংলা ধ্বনিতে শহর প্রকম্পিত করেন মুক্তিযোদ্ধারা। এরপর ঠাকুরগাঁও থানায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এভাবেই শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। 

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উদীচী শিল্পী গোষ্ঠী ও ঠাকুরগাঁও জেলা সংসদ শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন এবং ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ মোহাম্মদ আলীর সমাধি, নরেশ চৌহানের সমাধি, শহীদ স্মৃতি স্তম্ভ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ অপরাজেয় ’৭১ এ পুষ্পস্তবক অর্পণের আয়োজন করেছে। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন স্থানীয়রা। 

 

/টিটি/
সম্পর্কিত
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা