X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তালেবান আমাদের ভাই: হামিদ কারজাই

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে ভাই বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটির নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং দেশের বিরোধপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

ওই সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, ‘আমি তালেবানকে ভাই হিসেবে দেখি, অন্য সব আফগানকেও ভাই হিসেবে দেখি।’

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়েও তালেবানকে ভাই হিসেবে দেখেছেন বলে জানিয়ে হামিদ কারজাই বলেন, তখনও যে উদ্দেশ্য থাকতো, এখনও সেই উদ্দেশ্য নিয়েই তাদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি।

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে যাওয়া সবাইকে ফেরার আহ্বান জানিয়ে হামিদ কারজাই বলেন, এটা আমাদের দেশ, আমরা এই মাটির সন্তান, সে কারণে এই মাটি ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের। আমাদের এখানে থাকা উচিত আর এটাকে আরও ভালো করা দরকার। যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, একে গড়ে তুলুন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন কারজাই। তিনি বলেন, এটা আপনাদের দেশ...চলুন একসঙ্গে একে গড়ে তুলি, একসঙ্গে কাজ করি... আমি তাদের (তালেবান) সঙ্গে বৈঠক করেছি আর বহু ইস্যুতে মতবিনিময় করেছি।’

আফগানিস্তানে নারীরা স্কুল ও কাজে ফিরতে পারবে কিনা জানতে চাইলে হামিদ কারজাই বলেন, এটা নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। তালেবানও তাদের বাইরে বের হতে দিতে একমত।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন জোটের হামলায় তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় তার সরকারকে উৎখাত করতে সচেষ্ট ছিল তালেবান।

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
তালেবান আমাদের ভাই: হামিদ কারজাই
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ