X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাহীন বলছেন, মিরপুরেও পেসারদের সফল হওয়া সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯

চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে আগুনে বোলিং করেছেন পাকিস্তানের দুই পেসার হাসান আলী ও শাহীন আফ্রিদি। আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও এমন ধারাবাহিকতা রাখার কথা ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন পেসার শাহীন।

ঐতিহ্যগত ভাবেই মিরপুরের উইকেটে কিছুটা স্লো ও টার্নিং হয়ে থাকে। এমন উইকেটে পেসারদের করার কিছুই থাকে না। তারপরও দারুণ আত্মবিশ্বাসী শাহীনের কণ্ঠ, ‘এশিয়ার সব উইকেটই আসলে কমবেশি ধীরগতির। লোকে বলে যে স্পিনারদের সহায়তা বেশি মেলে। তবে শক্তপোক্ত হলে ও গায়ে জোর থাকলে এখানেও কার্যকর হওয়া যায়। জুটি বেঁধে বল করতে হয়।’

এরপরই শাহীন জানালেন, হাসানের সঙ্গে জুটি বেঁধে ঢাকায় কীভাবে সাফল্য পাবেন, ‘হাসানেরও এখানে কৃতিত্ব আছে। হাসানের সঙ্গে যখনই আমি বোলিং করি, আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেই যে, কে কখন আক্রমণ করবে, কে রান আটকে রাখবে। হাসানেরও তাই ভূমিকা আছে। আমার কাছে ব্যাপারটি হলো, ৩ ওভারের স্পেল হোক বা ৫ ওভারের, আগ্রাসী বোলিং করতে চাই। এভাবেই সাফল্য ধরা দিচ্ছে। দ্বিতীয় টেস্টেও আমরা আগের টেস্টের মতো পারফরম্যান্স দিতে চাই।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ কোনোভাবেই সুযোগ দেয়নি পাকিস্তান। ৮ উইকেটের দারুণ জয়ে উদ্দীপ্ত পাকিস্তান ঢাকাতেও জিততে আত্মবিশ্বাসী। শাহীন শোনালেন, ‘মোমেন্টাম খুব ভালো আছে, দলের কম্বিনেশন দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করবো এবং ভালোভাবে শেষ করবো। এবং এখান থেকে সিরিজ জিতে ফিরবো।’

চট্টগ্রামে দুই ইনিংসেই বাংলাদেশের টপ অর্ডার প্রথম ঘণ্টাতেই ভেঙে পড়ে। প্রথম ইনিংসে ৪৯ রানে টপ অর্ডারের চার ব্যাটার আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪৩ রানে প্রথম ৫ ব্যাটারকে হারিয়ে হারের পথটা তৈরি হয়ে যায়। আর বাংলাদেশের টপ অর্ডার ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান-শাহীন জুটি।

স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলো, বাংলাদেশের টপ অর্ডারের উইকেট নেওয়া কতটা সহজ? শাহীন জানালেন, ‘টেস্ট ক্রিকেটে টানা দুই বলে উইকেট নেওয়া কখনোই সহজ নয়। সত্যিই কঠিন। এখানে প্রতিটি সেশন, প্রতিটি মিনিট কঠিন ক্রিকেট হয় এবং গুরুত্বপূর্ণ। আমি ফুল লেংথে বল করার চেষ্টা করি এবং উপভোগ করি। বাংলাদেশের ব্যাটারদের উইকেট নেওয়া সহজ নয়। ওদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা