X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রিয় ক্রিকেটারের কাছ থেকেই টেস্ট ক্যাপ পেলেন জয়

রবিউল ইসলাম
০৪ ডিসেম্বর ২০২১, ১০:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৪০

ছোটবেলা থেকেই টেপ টেনিস ক্রিকেটের পাগল মাহমুদুল হাসান জয়। চার ভাইবোনের মধ্যে তৃতীয়জন তিনি। ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে ছিলেন। প্রাইমারিতে থাকতে বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে মাঠে যেতেন ঠিকই, কিন্তু এলাকার বড় ভাইরা ব্যাটিং দিতো না তাকে। শুধু ফিল্ডিং করে মন খারাপ নিয়ে বাসায় ফেরার পথে ভাবতেন, একদিন বড় ব্যাটসম্যান হয়ে দেখিয়ে দেবেন বড় ভাইদের। শনিবার তার সেই স্বপ্ন পূরণ হলো অবশেষে। বাংলাদেশের ৯৯তম ক্রিকেটার হিসেবে চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণের মাথায় টেস্ট ক্যাপ উঠেছে।  

মাহমুদুলের পছন্দের দুই ক্রিকেটার হলেন রাহুল দ্রাবিড় ও সাকিব আল হাসান। কেন তাদের পছন্দ এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘‘দ্রাবিড়কে ‘দ্য ওয়াল’ বলা হতো। আমিও আমার দলের ‘ওয়াল’ হতে চাই। দেশের মধ্যে সাকিব ভাইয়ের খেলা ভালো লাগে। তার মধ্যে থাকা আক্রমণাত্মক মনোভাব আমাকে মুগ্ধ করে।’’ শনিবার প্রিয় সাকিবের কাছ থেকেই ক্রিকেটের অভিজাত সংস্করণের ক্যাপটি পেয়েছেন মাহমুদুল।

তামিম ইকবাল থাকলে নতুন করে ওপেনিং জুটি নিয়ে ভাবনার কিছু থাকতো না। কিন্তু তার অনুপস্থিতিতে সাদমানের সঙ্গী নিয়ে বিস্তর ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টেকে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হচ্ছেন যুব বিশ্বকাপজয়ী দলের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়। বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করলেও জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে হবে এই ক্রিকেটারকে।

টেস্টের অভিজাত সংস্করণে জয়কে নিয়ে শুরু থেকেই ইতিবাচক ভাবনায় ছিলেন নির্বাচকরা। তাই চট্টগ্রাম টেস্টেও জয়ের অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে সাইফ হাসানের ওপরই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের আগে সাইফ টাইফয়েডে আক্রান্ত হওয়াতে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন মেলাতে মাহমুদুলকেই একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ও ঢাকাতে আনুষ্ঠানিক অনুশীলনে জয়কে নিয়ে নতুন বল, পুরনো বলে আলাদাভাবে কাজ করেছেন কোচরা। শুক্রবার ইনডোরে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও এই তরুণকে নিয়ে বাড়তি কাজ করেছেন। 

ব্যাংকার বাবার স্বপ্ন ছিল ছেলে পড়ালেখা শেষ করে তার পেশাই বেছে নেবে। কিন্তু বাবা আবুল বারেকের স্বপ্ন কুঁড়িতেই ঝরে পড়ে। কারণ, নিজের স্বপ্নের পেছনেই ছুটেছেন মাহমুদুল। যে স্বপ্নের অলিগলি পেরিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরিতেই ফাইনাল নিশ্চিত করেছিল যুবদল।

সদ্যই শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগেও দারুণ সময় কাটিয়েছেন জয়। তরুণ এই ব্যাটার ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪৬০ রান। সর্বোচ্চ ১২১। চলমান জাতীয় লিগেই দুটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা এই ব্যাটার ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রান করেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে খেলেন ১২১ রানের ইনিংস।  শেষ রাউন্ডে খেলেছেন ৮৩ রানের ইনিংস। সব মিলিয়ে টানা তিন ম্যাচে ৩৪৫ রান এসেছে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।

জাতীয় লিগের দুর্দান্ত পারফরম্যান্স জয়কে আত্মবিশ্বাসী করে তুলছিল। বাংলা ট্রিবিউনকে জয় বলেছিলেন, ‘হ্যাঁ! জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে এইচপি ও ‘এ’ টিমের প্রস্তুতি ম্যাচেও ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা