X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিদ্রোহী প্রার্থীকে হুমকি ও লাঞ্ছিতের ঘটনায় স্বতন্ত্র ৫ প্রার্থীর প্রতিবাদ  

লক্ষ্মীপুর প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৬

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগ নেতার হাতে প্রবীণ এক আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।  শুক্রবার (৩ নভেম্বর) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ওয়াপদা অফিস নামক স্থানে ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাসেলের হাতে লাঞ্ছিত হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার। এ ঘটনায়  রাতেই আওয়ামী লীগের সাবেক নেতা এবং ওই ইউনিয়ন পরিষদের পাঁচ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এক হয়ে প্রতিবাদ জানিয়েছেন। 

এ ঘটনায় রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাঞ্জিতের শিকার প্রার্থী। 

জানা যায়, ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক বাদলকে। যুবলীগ নেতা রাসেল খালেকের সমর্থক। 

স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার। দল থেকে নৌকা প্রতীক না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন। 

শুক্রবার রাতে তিনি ইউনিয়নের ওয়াপদা অফিস সংলগ্ন এলাকায় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় যুবলীগ নেতা রাসেল দলবল নিয়ে সেখানে গিয়ে হালিম মাস্টারকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেন। এক পর্যায়ে জনসম্মুখে তাকে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলারও হুমকি দেন। 

এ ঘটনায় রাতেই স্থানীয় পিয়ারাপুর বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের সব স্বতন্ত্র প্রার্থীরা। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডালি, মামুনুর রশিদ ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল হাসান রনি নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেরও দাবি তোলেন তারা। 

স্বতন্ত্র প্রার্থীরা বলেন, ভবানীগঞ্জ ইউনিয়নে যোগ্য ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। এলাকায় যার জনসমর্থন নেই তাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। ফলে ত্যাগী নেতারা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছে। এখন নির্বাচনি মাঠ থেকে সরিয়ে দিতে স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল বলেন, হালিম মাস্টার নৌকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। টাকার বিনিময়ে নাকি নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তাই তাকে এসব কথা না বলতে নিষেধ করেছি। লাঞ্ছিত বা মেরে ফেলার হুমকি সঠিক নয়। 

সদর থানার ওসি জসীম উদ্দীন বলেন, হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ১০ বাস পুড়েছে
এনডিআই-আইআরআইয়ের চূড়ান্ত প্রতিবেদনদ্বাদশ জাতীয় নির্বাচনে গুণগত মান রক্ষা হয়নি
কুমিল্লায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া