X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এজাজের ১০ উইকেটের পর ৬২ রানে অলআউট কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:৫৪

মুম্বাইয়ে পাগলাটে এক দিন পার হলো। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের অনন্য কীর্তির পর সফরকারীদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড হলো সঙ্গী। ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার এলিট ক্লাবে নাম লিখিয়েছেন এজাজ। তবে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে গুটিয়ে গিয়ে বিপদে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তুলে ভারত পেয়েছে ৩৩২ রানের লিড।

‍ধুলো পড়া ইতিহাসের পাতা খুলেছেন এজাজ। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার। তবে এই দুই বোলারের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন এজাজ। লেকার ও কুম্বলে নিজের ঘরের মাঠে ১০ উইকেট পেলেও এজাজ কীর্তিটা গড়লেন অ্যাওয়ে টেস্টে।

তার ঘূর্ণিতে ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে গুটিয়ে গেছে। এজাজ ৪৭.৫ ওভারে ১১৯ রান দিয়ে পেয়েছেন ১০ উইকেট। ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। তবে নিউজিল্যান্ডের সর্বকালের সেরায় নাম তুলে নিয়েছেন এই স্পিনার।

এজাজের ঘূর্ণির পরও লজ্জায় ডুবতে হয়েছে কিউইদের। রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজের চমৎকার বোলিংয়ের সামনে কিউইরা মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে। ভারতের বিপক্ষে যেকোনও দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা এটি। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গিয়েছিল ৭৯ রানে।

কেবল দুজন যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। টম ল্যাথাম ১০ ও কাইল জেমিসন করেছেন ১৭ রান। অশ্বিন ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। সিরাজ ৪ ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর অক্ষর প্যাটেল নেন ২ উইকেট।

৬২ রানে গুটিয়েও কিউইদের ফলোঅন করাননি অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা মায়াঙ্ক আগারওয়াল (৩৮*) ও চেতশ্বর পূজারার (২৯*) ব্যাটে দিন শেষ করেছে ৬৯ রানে। ফিল্ডিংয়ের সময় কনুইয়ে আঘাত পাওয়ায় নিয়মিত ওপেনার শুবমান গিল নামতে পারেননি। তার জায়গায় ইনিংস শুরু করেছেন পূজারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক