X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ম্যাক্স-বিএসপিএ পুরস্কার জিতলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২২:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:২২

প্রতি বছর ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিয়ে থাকে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবারও সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। ২০২০ সালের ‘স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার’ জিতেছেন দৈনিক প্রথম আলোর মাসুদ আলম। রাজধানীর ফারস হোটেলে বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি ও ৫০ হাজার টাকার চেক জিতে নেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।

এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন মাছরাঙা টেলিভিশনের সাকির রুবেন ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন বিডিনিউজের মোহাম্মদ জুবায়ের। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা ষষ্ঠবারের মতো আয়োজন করেছে এই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার আরও তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

২০২০ সালে সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন নটআউট নোমান-এর রিপোর্টার নোমান মোহাম্মদ। প্রথম রানার-আপ দৈনিক বিজনেস পোস্টের সামীউর রহমান ও দ্বিতীয় রানার-আপ টি স্পোর্টস-এর নাভিল এলাহী খান।

ফিচার/ডকুমেন্টরি ক্যাটাগরির সেরা হিসেবে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের রাহেনুর ইসলাম। এই বিভাগে প্রথম রানার-আপ দৈনিক প্রথম আলোর রাশেদুল ইসলাম ও দ্বিতীয় রানার-আপ দৈনিক নয়া দিগন্তের রফিকুল হায়দার ফরহাদ।

স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন ডেইলি স্টারের ফিরোজ আহমেদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মীর ফরিদ ও দ্বিতীয় রানার-আপ দৈনিক প্রথম আলোর শামসুল হক টেংকু।

অনুষ্ঠানে দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোফাখখারুল ইসলাম দিলখোশ ও শামসুল হক টেংকুকে দীর্ঘ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয়।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ম্যাক্স গ্রুপের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর এমই চৌধুরী শামীম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করনে সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ড ধ্রুবতারা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি