X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৪৮

গাজীপুরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা লিজা আক্তার। শনিবার (৪ ডিসেম্বর) রাতে মহানগরের পশ্চিম জয়দেবপুরের মোক্তারটেক এলাকার নাসরিন মঞ্জিলের শামসুল হকের তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে তাসনিহা জাহান তারিহা (৪) ও তাসমিম জাহান বুশরা (৭ মাস)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন প্রায় তিন মাস আগে ওই বাসায় ওঠেন। বাসায় থেকে তিনি এলাকায় ভবন নির্মাণে মাটি পরীক্ষার মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দুদিন আগে বিল্লাল গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ওই ভাড়া বাসায় নিয়ে আসেন। শনিবার সন্ধ্যার পর শিশুদের খাবার আনার জন্য দোকানে যান বিল্লাল। এ সময়ে স্ত্রী লিজা আক্তার ঘরের দরজা বন্ধ করে তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। স্বামী বিল্লাল হোসেন বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোন সাড়া-শব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা জানালা দিয়ে দুই শিশুসহ মাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান।

পুলিশের এ কর্মকর্তা জানান, পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই শিশুকে মৃত এবং মাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহত তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন এবং মা লিজা আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, স্বামী বিল্লাল জানান, তার স্ত্রী লিজা আক্তার মানসিকভাবে কিছুটা অসুস্থ। প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী