X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ঘটনায় একজনের মৃত্যু, দগ্ধ ৪১

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:৪৮

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় একজনের মৃত্যু এবং বহু মানুষ দগ্ধ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন পূর্ব জাভার মাউন্ট সেমেরু সংলগ্ন এলাকার বাসিন্দারা। উপদ্রুত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে তৎপর রয়েছে উদ্ধারকর্মীরাও। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার গ্রামগুলো ছাই-ভস্মে আচ্ছন্ন হয়ে গেছে, ধোয়ায় আকাশ ঢেকে গেছে এবং তাদের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে এলাকা ছাড়তে হচ্ছে।

দেশটির লুমাজ্যাং ডিসস্ট্রিক্ট এর ডেপুটি চিফ জানিয়েছেন, গুরুতর দগ্ধ হয়ে অন্তত ৪১ জন আহত হয়েছেন। বিভিন্ন ভবনে আটকে পড়া অন্তত ১০ জনকে হেলিকপ্টারে উদ্ধার করেছে দেশটির সরকার। তিনি বলেন, আমরা বড় বিপর্যয়ে পড়েছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা অনবরত কান্নাকাটি করছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা-বিএনপিবি জানায়, তারা অন্তত ৩৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছে। অতিরিক্ত ধোয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয়ে গেছে এবং বৃষ্টিবর্ষকারী উদ্ধার তৎপরতায় নিয়োজিতরা কাদার কারণে কাজ করতে পারছেন না।

তরিকুল হক নামের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, মালাং শহরের কাছে একটা রাস্তা ও ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাভা নির্গত হওয়ার পর থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।

ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। দেশটিতে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আর ‘রিং অব ফায়ার’ অঞ্চলে পৃথিবীর অর্ধেকেরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়