X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভারতের এক জেলাতেই আরও সাত জনের ওমিক্রন শনাক্ত

বিদেশ ডেস্ক 
০৫ ডিসেম্বর ২০২১, ২০:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:৪০

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় আরও সাত জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নাইজেরিয়ার লাগোসের ৪৪ বছরের এক নারী গত ২৪ নভেম্বর তার দুই মেয়েকে নিয়ে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। পুনেতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাদের শরীরে কোভিডের এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই নারীর ৪৫ বছরের ভাই এবং তার আড়াই বছর ও সাত বছরের দুই শিশু কন্যার শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর বাইরে পুনেতে ৪৭ বছরের আরও একজনের ওমিক্রন ধরা পড়েছে।

এর মধ্য দিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। আর ভারতজুড়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২।

দিল্লিতেও রবিবার প্রথম বারের মতো করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি কয়েক দিন আগে তানজানিয়া থেকে দিল্লিতে এসেছিলেন। ওই ব্যক্তির ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে মহারাষ্ট্রের ডম্বিভলি ও গুজরাটে একজন করে এবং কর্নাটকে দুই জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

এদিকে শনিবার এআইএমএস-এর নির্বাহী পরিচালক ডা. বিকাশ ভাটিয়া বলেছেন, মৃত্যু হার কম হলেও ওমিক্রন ভ্যারিয়েন্টে উচ্চ সংক্রমণশীলতা মাথায় রেখে সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় ভারতের প্রস্তুতি নেওয়া উচিত।

ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে হাইব্রিড ইমিউনিটির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বলেন, যখন আমরা করোনার সঙ্গে হাইব্রিডের সম্পর্কের কথা বলি তখন আমরা আক্রান্ত ও টিকার মাধ্যমে গড়ে ওঠা ইমিউনিটির কথা বলি। যখন এই দুইটি একসঙ্গে কাজ করে তখন আমরা এটিকে হাইব্রিড বলি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাউ নিউজ, লাইভমিন্ট।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট