X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাঁ পায়ের জাদু দেখালেন শাহিন মিয়া (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ২০:৫৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২১:২৬

নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় দুই দলই খেললো সাবধানী ফুটবল। একটু প্রতিদ্বন্দ্বিতা হলো প্রথমার্ধে। গোল করে শেখ জামাল এগিয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু দুই মিনিট পরই ম্যাচে সমতা ফিরিয়েছে শেখ রাসেল। বাকিটা সময় অবশ্য এই ব্যবধানই অক্ষুণ্ন থেকেছে। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। তাতে নক আউটে কঠিন প্রতিপক্ষ পেয়েছে শেখ রাসেল। তবে ড্র হওয়া ম্যাচে শাহিন মিয়ার প্রথম গোল নিয়ে আলোচনা হয়েছে খুব। রীতিমত চোখ জুড়ানো এক গোল!

‘বি’ গ্রুপে শেখ রাসেল ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচে শেখ জামাল ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুর দিকে শেখ রাসেল দাপট দেখাতে শুরু করলেও প্রথম গোল পেয়েছে শেখ জামাল। ২৬ মিনিটে মাঝমাঠ থেকে রাহবার ওয়াহেদ খানের থ্রু নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে ওঠেন শাহিন মিয়া। প্রতিপক্ষের ডিফেন্ডাররা কেউ চার্জ না করায় এগিয়ে যাওয়ার অনেকটা পথ পেয়ে যান তিনি। বক্সের ওপর থেকে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন শেখ জামালের এই ডিফেন্ডার। যার অসাধারণ এই গোলের চর্চা চলেছে পুরো ম্যাচ জুড়েই। 

তবে দুই মিনিট পর জামালের এই গোল উৎসব মাটি করে দেয় শেখ রাসেল। দলটির দুই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান ও পর্তুগিজ ফুটবলারের মধ্যে রসায়নও ছিল দেখার মতো। মাঝমাঠ থেকে আক্রমণে ওঠা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো দে সৌজা রোজার থ্রু পাস ছুটে এসে স্লাইড করেও রুখতে পারেননি গোলকিপার মোহাম্মদ নাঈম। নিখুঁত কোনাকুনি শটে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড ইসমায়েল রুতি তাবারেজ।

৪০ মিনিটে রুতির দারুণ ক্রস রুখতে আবারও পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন নাইম। ভাগ্য ভালো যে এক টোকায় তার মাথার ওপর দিয়ে বল বের করে নেওয়ার পরও এইলতনের বাঁ পায়ের ভলি বাইরের জাল কাঁপিয়েছে।

বিরতির পর দুই দলের খেলাতে তেমন ধার ছিল না। গোল করতে হবে-এমন স্পৃহাও দেখা যায়নি। নিজেদের কাছে বল রেখেই সময় নষ্ট করতে দেখা গেছে। এর মাঝেও শেখ জামালের ইয়াসিন খান ও ওতাবেকের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধানে আর হেরফের হয়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন