X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে অব্যাহতি

নরসিংদী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১০

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ খানকে নানা অনিয়মের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিকভাবে অর্থ আদায়, পদ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হারুন-অর-রশিদকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মহসিন নাজিরকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন জানিয়েছেন, সারাদেশের আওয়ামী নেতাকর্মীদের জন্যে এটি একটি মেসেজ। গঠনতন্ত্র পরিপন্থী ও নৈতিকতা বিবর্জিত কোনও কাজ কেউ করলে তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে দীর্ঘ ২৫ বছর যাবৎ শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ খান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘অব্যাহতির সংবাদ আমি পেয়েছি। নেত্রীর বিরুদ্ধে আমি কিছুই বলিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি একজন পরীক্ষিত তৃণমূল নেতা। এই চক্রান্তের বিরুদ্ধে আমি নেত্রী ও কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিকার চাইবো। আমার বিশ্বাস, তারা আমার আবেদনটি পুনর্বিবেচনা করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি