X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আকস্মিক হামলায় কলম্বিয়ার বিদ্রোহী কমান্ডার ‘এল পয়সা’ নিহত

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা ভেনেজুয়েলায় এক আকস্মিক হামলায় নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। হারনান দারিও ভেরাসকুয়েজ নামের এই কমান্ডার এল পয়সা নামে পরিচিত। ভেনেজুয়েলার আপুরে প্রদেশে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

কলম্বিয়ার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তারা বলেছে, এই হত্যাকাণ্ড সম্পর্কে তারা অবগত নন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ধারণা এল পয়সাকে ধরিয়ে দেওয়ার পুরস্কারের লোভে ভাড়াটেরা তাকে হত্যা করেছে।

এল টিয়েমপো সংবাদপত্রকে কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ কর্মকর্তারা এল পয়সার মৃতদেহ না দেখবে ততক্ষণ তার মৃত্যুর খবর নিশ্চিত করবে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুই এর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার কার্যালয় আরও বেশি তথ্য চেয়েছে।

মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত ফার্ক গোষ্ঠী গত ৫০ বছর ধরে কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ২০১৬ সালে তারা যুদ্ধবিরতিতে যায়।

ফার্কের সবচেয়ে আতঙ্ক তৈরি করা ইউনিটের কমান্ডার ছিলেন এল পয়সা। ২০০৩ সালে কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক গাড়ি বোমা হামলার নেপথ্যে ছিলেন তিনি। ওই হামলায় ৩৬ জন নিহত এবং দুইশ’র বেশি আহত হয়। এছাড়াও তিনি ১৯৯৮ সালে একটি সেনা ও পুলিশ ক্যাম্পে হামলায় মুখ্য ভূমিকা রাখেন। মিরাফ্লোরেস ক্যাম্পে চালানো ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়।

২০১৬ সালে যুদ্ধবিরতিতে গেলেও এল পয়সা ২০১৮ সালে তা ভঙ্গ করে নতুন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন। আর ঘোষণা দেন আরও একবার তিনি অস্ত্র হাতে তুলে নিচ্ছেন।

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা