X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে, পদ থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৭

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় মহানগরের ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ওরফে হোন্ডা রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম বলেন, রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় রিপনসহ অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন হামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের মহা-ব্যবস্থাপক (জিএম) কামাল হোসেন জনি। গ্রেফতারকৃত ওয়ার্ড ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চুরি, ছিনতাই, অপহরণ, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় রবিবার দিবাগত রাতে রিপনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী কামাল হোসেন জনি জানান, ২ ডিসেম্বর কারখানায় একটি কার্ড পাঠায় রিপন। পরে মুঠোফোনে অনুষ্ঠানের কথা বলে দুই দিনের সময় বেঁধে দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে মুঠোফোনে হত্যার পর লাশ গুম করার হুমকি দেয় রিপন।

এদিকে, চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর সোমবার সন্ধ্যায় জরুরি বিজ্ঞপ্তিতে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিপন হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টঙ্গী থানা ছাত্রলীগের নির্দেশে রিপন হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের নাম ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না।

/এএম/

/এমএএ/এফআর/
সম্পর্কিত
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় বিক্ষোভের ডাক, হরতাল-অবরোধের হুঁশিয়ারি
সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়