X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক’

আবিদ হাসান
০৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬

ফেসবুক লাইভে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রীদের নিয়েও অনুরূপ বক্তব্য দেন। ডা. মুরাদের বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তার মানসিকতাকে বিকৃত বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ডা. মুরাদ হাসানের মন্তব্যে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীরা। তারা বলছেন, বিকৃত মানসিকতার কারণে তথ্য প্রতিমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও সুফিয়া কামাল হলের সাধারণ সম্পাদক তিলোত্তমা সিকদার বলেন, "ছাত্রনেত্রীদের নিয়ে করা মন্তব্যগুলো বিকৃত মানসিকতার পরিচায়ক। তিনি যে মন্তব্য করেছেন তা সমর্থন করা তো দূরের কথা, সহ্যও করা যায় না।"

তিনি বলেন, বঙ্গবন্ধু বীরাঙ্গনাদের সন্তানের পিতার নামের স্থলে তাঁর নাম লিখে দিতে বলেছিলেন—মেয়েদের এতটা সম্মান দিয়েছিলেন তিনি। নারীদের জন্য চাকরিতে দশ শতাংশ কোটা বঙ্গবন্ধু চালু করেছিলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে সপ্তম স্থান অধিকার করেছে। এমন পরিস্থিতিতে একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরণের মন্তব্যকে আমরা বিকৃত মানসিকতা বলতে বাধ্য হই। এই ধরনের মন্তব্য সহ্য করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাবির শামসুননাহার হলের আবাসিক শিক্ষার্থী জেসমিন শান্তা বলেন, " শুধু আমাদেরকেই না, তিনি আরও অনেকের উদ্দেশেই এ ধরনের মন্তব্য করেছেন। এমন মন্তব্য গ্রহণযোগ্য না। মেয়েদের প্রতি তার যে বিদ্বেষ আমরা দেখেছি তা অনাকাঙ্খিত।

রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্নী বলেন, "ওই বক্তব্য শোনার পর থেকে ওনার সম্পর্কে কোনও কথা বলার রুচি নেই। একজন সাধারণ মানুষের যদি ঘরে মা থাকে, বোন থাকে—তাহলে কখনওই সে নারীদের নিয়ে এ ধরনের নোংরা মন্তব্য করতে পারে না। তার এমন বক্তব্য সত্যিই লজ্জার। তিনি যা বলেছেন তা ক্ষমার অযোগ্য। তার শুধু বহিষ্কার নয়, তার শাস্তিও আমরা চাই!"

/এমএস/
সম্পর্কিত
পুনর্বাসনের আগে বস্তি উচ্ছেদ নয়: তথ্য প্রতিমন্ত্রী
টিভি চ্যানেলের বেআইনি ফিড দিলে আইনি ব্যবস্থা
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন