X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অভিষেকে রঙিন গল্প লেখা হলো না জয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩২

প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে অভিজাত সংস্করণের ক্যাপ পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু প্রিয় ক্রিকেটারের কাছ থেকে ক্যাপ পাওয়া, মাঠে সার্বক্ষণিক সঙ্গ– কোনও কিছুই তার পক্ষে আসেনি।  তিনদিন অপেক্ষার পর মঙ্গলবার ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। অথচ সাদা পোশাকে রঙিন গল্প লেখা হলো না তরুণ এই ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে অভিষেক হলেও ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানের খাতা না খুলে!

যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাতে তার অবদান ছিল অসামান্য। সেই জায়গা থেকেই তার প্রতি আস্থা রেখেছিলেন নির্বাচকরা। এছাড়া সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও দারুণ সময় কাটিয়েছেন চট্টগ্রাম বিভাগের হয়ে। ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রান করেছিলেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষেও খেলেন ১২১ রানের ইনিংস। সব মিলিয়ে টানা তিন ম্যাচে ৩৪৫ রান এসেছে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। দারুণ ফর্মে থাকা অবস্থাতেই জাতীয় দলে অভিষেক হয়েছে তার। কিন্তু তরুণ ব্যাটারের অভিষেকটা হয়ে থাকলো বর্ণহীন।

প্রথম ইনিংসে স্পিনার সাজিদ খানের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন। তাও ইনিংসের তৃতীয় ওভারে। বড় শট খেলার বদলে বেছে নিয়েছিলেন ফরোয়ার্ড ডিফেন্স। তালগোল পাকানো শট ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। বাবরের নির্ভর হাতে বল জমা পড়তেই শেষ হয়ে যায় জয়ের ইনিংস। তাতে অবশ্য অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সঙ্গী হয়েছেন। বাংলাদেশের ২৪তম ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। এই ২৪ জনের মধ্যে দুই ক্রিকেটার আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বীকে একটু আলাদা করে রাখতে হবে। তারা দু’জন অভিষেক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন।

২৪ জনের এই লম্বা তালিকায় লোয়ার অর্ডার ব্যাটারদের সংখ্যাই বেশি। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সাইফ হাসান, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান, মোহাম্মদ মিঠুন আছেন এই তালিকায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী