X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খামার থেকে ১৫ গরু ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার এবং পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এ সময় উদ্ধার হওয়া গরু ও গ্রেফতার ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন, নুরুজ্জামান, রহমত আলী, কুরবান আলী, মুনসুর আলী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড়া এলাকার মানিক।

পুলিশ সুপার বলেন, ‘গরু ডাকাতির ঘটনার পরপরই গোমস্তাপুর থানা ও ডিবি পুলিশের যৌথ সমন্বয়ে অভিযান শুরু করে পুলিশ। গত ৭২ ঘণ্টায় পুলিশের ব্যাপক অভিযানের পর জেলার বিভিন্ন স্থান থেকে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতির ঘটনায় সাত জন জড়িত ছিল এবং খামার থেকে ডাকাতি হয়েছে মোট সাতটি গরু। বাকি গরু উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

এর আগে ডাকাতির দিন খামারের মালিক গণমাধ্যমে অভিযোগ করেন, তার খামার থেকে ১৫টি গরু ডাকাতি হয়েছে। মামলার এজাহারেও তা উল্লেখ আছে।     

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে ডাকাতির অভিযোগ ওঠে। সে সময় ডাকাতরা পুলিশ পরিচয়ে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে রেখে গরু নিয়ে যায়। এ সময় দুইবার ৯৯৯-এ ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা পাননি খামার মালিক। পরে গোমস্তাপুর থানায় খামার মালিক একটি মামলা দায়ের করেন এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ছয় পুলিশ সদস্যকেও পুলিশ লাইনে ক্লোজড করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক