X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: বিনাভোটে চেয়ারম্যান ৪৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৪

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিগত তিনটি ধাপের তুলনায় চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হার কিছুটা কমেছে। এ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৪৮ জন জয়ী হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সারাদেশে মনোনয়নপত্র দেওয়ার সমন্বিত প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ছিল এই ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

চতুর্থ ধাপে ৪৮ জন চেয়ারম্যানসহ ২৯৫ জন জনপ্রতিনিধি বিনাভোটে জয়ী হয়েছেন। এদের মধ্যে ১১২জন সংরক্ষিত সদস্য ও ১৩৫ জন সাধারণ সদস্য রয়েছেন। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের একজন বাদে সকলেই আওয়ামী  লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এ ধাপের নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত সদস্য নয় হাজার ৫১৩জন ও সাধারণ সদস্য ৩০ হাজার ১০৬জন। আগামী ২৬ ডিসেম্বর এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনি আচরণ বিধিমালা দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ধাপে চেয়ারম্যান পদে চার হাজার ৭০৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৭৮১ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন তিন হাজার ৮১৪জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৮ জন বাদে)। একইভাবে সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছিলেন নয় হাজার ৮২২জন। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ১৮৭ জন। মাঠে রয়েছেন নয় হাজার ৫১৩জন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়। একইভাবে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩০ হাজার ১০৬ জন। এ পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩২ হাজার ৪৯৫ জন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী