X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান-জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২০:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৭

রাফায়েল অগাস্তো পুরনো সৈনিক। তার সঙ্গে এবার যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান দোরিয়েন্তল। প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন এই স্ট্রাইকার। স্বাধীনতা কাপে তাদের নৈপুণ্যে আবাহনী লিমিটেড উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম সোসাইটিকে। দুই ব্রাজিলিয়ানের জাদুতে শুরুর ধাক্কা সামলে আবাহনী ৩-১ গোলে পুরান ঢাকার দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দোরিয়েন্তলের জোড়া গোল, আর অগাস্তো একবার নাম তুলেছেন স্কোরশিটে। ১০ ডিসেম্বর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আকাশি-নীল জার্সিধারীদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় আগের ম্যাচে খেলতে পারেননি দোরিয়েন্তল। আজ (মঙ্গলবার) আবাহনীর জার্সিতে অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। অগাস্তোর কথা বিশেষ করে বলতেই হবে। কুশলী মিডফিল্ডার হিসেবে তার দৃষ্টিনন্দন পাস ও ড্রিবলিং ছিল দেখার মতো। আক্রমণের উৎসে ছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেসও পরিশ্রম করে খেলেছেন। কিন্তু এই ম্যাচে বলার মতো কিছু করে দেখাতে পারেননি। প্রথমার্ধে দলের সমন্বয় হতেই সময় লেগেছিল।

আর এই সুযোগে রহমতগঞ্জ দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলে এগিয়ে যায়। তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার তেতাই কয়েকবার ভয় ধরিয়ে দিয়েছেন। রহমতগঞ্জের এগিয়ে যাওয়াও তার সহায়তায়।  

১৪ মিনিটে স্কোরলাইন ১-০ আত্মঘাতী গোলে। আশরাফুলের থ্রু ধরে তেতাই বক্সে ঢুকলেও তার সঙ্গে সেঁটে ছিলেন আবাহনীর মোহাম্মদ হৃদয়। ধাক্কাধাক্কিতে হৃদয়ের পর তেতাই পড়ে যান। কিন্তু রেফারি বিটু রাজ ফাউলের বাঁশি বাজাননি। তেতাই উঠেই আরেক ডিফেন্ডার নুরুল নাইম ফয়সালের বাধা পেরিয়ে কাটব্যাক করেন, ৬ গজের মধ্যে থেকে এনামুল হোসেনের প্লেসিং আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

দুই মিনিট পরই আবাহনী ম্যাচে ফিরে আসে। ১৬ মিনিটে কলিনদ্রেসকে বাধা দেন মোহাম্মদ তারেক। পেনাল্টি থেকে দোরিয়েন্তল জোরালো শটে গোল করেন। বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার জিয়াউর রহমান কিছুই করতে পারেননি।

৪২ মিনিটে রহমতগঞ্জ আবারও এগিয়ে যেতে পারতো। তেতাইয়ের শট ঠেকাতে গিয়ে বাদশার হাতে লাগে। পেনাল্টি থেকে তেতাইয়ের শট গোলকিপার প্রীতম বাঁদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন।

বিরতির পর আবাহনীর খেলায় ধার বাড়ে। ৪-২-৩-১ থেকে ৪-৩-৩ ছকে আরও আগ্রাসী ফুটবল খেলেছে। দলের সমন্বয়টা হয়েছে জোরালো। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আরও দুটি গোল এসেছে।

৫১ মিনিটে আবাহনী এগিয়ে যায়। ইমন মাহমুদের থ্রুতে বাঁদিকে অগাস্তো একে একে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাইলাইন থেকে কাটব্যাক করলে ৬ গজ দূরত্বে দোরিয়েন্তল ব্যাকহিল করে জাল কাঁপান। এক ডিফেন্ডার সেঁটে থাকলেও কিছুই করতে পারেননি।

গোলের ক্ষুধা আরও বেড়ে যায় আবাহনীর। ৭০ মিনিটে রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয় মারিও লেমসের দল। গোলটি আসে পেনাল্টি থেকে। অগাস্তোকে পায়ে আঘাত করে ফেলে দেন সানোয়ার হোসেন। স্পটকিক দোরিয়েন্তল নিলে হয়তো হ্যাটট্রিকের সুযোগ থাকতো। কিন্তু তিনি নেননি। অগাস্তো দেখেশুনে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।

বাকি সময় আবাহনীর আধিপত্য থাকলেও ব্যবধান আর বাড়েনি। দুই ম্যাচে হেরে রহমতগঞ্জ বিদায় নিয়েছে। এই গ্রুপ থেকে আবাহনীর সঙ্গে শেষ আটে উঠে গেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা