X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এক জুম কলে ৯০০ কর্মীকে গণছাঁটাই

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ২২:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২২:৩৪

এক জুম কলে ৯০০ কর্মীকে গণছাঁটাইয়ের পর সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান। বড় দিনের আগে এমন ছাঁটাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে নির্মম বলছেন। আবার কেউ কেউ বলছেন ভয়ানক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জুম মিটিংয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যম আপলোড হওয়া ভিডিওতে মর্টগেজ প্রতিষ্ঠান বেটার ডট কমের প্রধান নির্বাহী বিশাল গর্গকে বলতে শোনা গেছে, এই কলে যদি আপনি থাকে তাহলে ছাঁটাই হওয়া দুর্ভাগ্যবানদের দলে রয়েছেন আপনি।

গর্গ ওই জুম কলে কর্মীদের বলেছেন, শেষবার যখন এমনটি করেছিলাম আমি কেঁদেছি। যদি ভিন্ন খবর হতো খুশি হতাম। আমরা যদি উন্নতি করতাম।

বিবিসি’র খবরে বলা হয়েছে, এই সময় তার কণ্ঠ ছিল পরিমিত এবং তিনি তার সামনের ডেস্কে রাখা অনেকগুলো চিরকুটকে ইঙ্গিত করেন।

কর্মীদের দক্ষতা, উৎপাদনশীলতা ও বাজার পরিবর্তন হওয়াকে এই ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করছেন তিনি। তার দাবি, তিনি বেটার ডট কমের ১৫ শতাংশ কর্মশক্তি কমিয়েছেন। তবে গত সপ্তাহে জাপানের প্রতিষ্ঠান সফটব্যাংকের কাছ থেকে নগদ ৭৫০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ঘোষণা করেননি মিটিংয়ে।

যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির কর্মসংস্থান আইন ও বিজেনস স্টাডিজের অধ্যাপক গেমা ডেল বলেন, এটি কোনোভাবেই একটি সংস্থা পরিচালনা করা নয়। যুক্তরাজ্যে এমন গণছাঁটাই বৈধ হতো না। যুক্তরাষ্ট্রে এমনটি করা সম্ভব, এর অর্থ এই নয় যে আপনি এমনটি করে বসবেন। এমন কিছু করার বিভিন্ন উপায় আছে। এমনটি কঠিন পরিস্থিতিতেও সহানুভুতিশীল ও শালীন উপায়ে করার সুযোগ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
সর্বশেষ খবর
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই