X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২০:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরেও ষড়যন্ত্র চলছে। এই জেলায় দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে। যারা এসব করছেন আমি তাদের বলবো, অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। কারণ, সম্প্রতি দেখেছেন একজন প্রতিমন্ত্রীর কী অবস্থা হয়েছে।’

বুধবার (৮ ডিসেম্বর) বিকালে নগরীর ২নং রেলগেটে আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র আইভী এসব কথা বলেন।

এ সময় আইভী বলেন, ‘নেত্রীর কথায় নির্বাচনে আমার জন্য কাজ করায় সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কাজটি করা মানে নেত্রীর জন্য কাজ করা। কিন্তু যারা এই সুযোগটি নিতে পারলেন না, আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকবো।’ 

ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে ইউপি নির্বাচনে নৌকাকে দাবিয়ে রেখে লাঙ্গলকে জেতানো হয়েছে। জেলা আওয়ামী লীগের পদধারী হয়ে, আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হয়েও লাঙ্গলকে পাস করাচ্ছেন। মধ্যরাতে আওয়ামী লীগের প্রার্থীকে নাটকীয়ভাবে পরাজিত করানো হয়েছে। সেখানে লাঙ্গলকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়েছে। অতীতেও নৌকার ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। পুরনো কথা বলতে চাই না।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে অস্থির করার প্রক্রিয়া হিসেবে প্রার্থী খোঁজা হচ্ছে। হেফাজত থেকে শুরু করে বিভিন্ন প্রার্থী দিয়ে কীভাবে নির্বাচন বানচাল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, অস্থির করার জন্য এসব করা হচ্ছে। তাদের বলবো, দয়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা চিন্তা করুন। তিনি যেই প্রার্থী দিয়েছেন তার বিরোধিতা করবেন, নাকি নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তা করবেন।’

আইভী তার বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ করে বলেন, ‘দলের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম, আমৃত্যু থাকবো। অনেক চেষ্টা করেছেন জামায়াত-বিএনপি বানানোর জন্য। আলী আহমদ চুনকাকে নিয়ে অডিও ক্যাসেটও বের করেছিলেন। আমরা দলের জন্য নিবেদিতপ্রাণ। আমার বাবা শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের জন্য নিবেদিত ছিলেন। আমৃত্যু যেন এই দলে থাকতে পারি সেই কামনা করি। সবার সহযোগিতায় নৌকার বিজয় চাই।’

১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের কথা জানিয়ে তিনি সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, জেলার সহ-সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ অনেকে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা