X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ঝুমন দাশের জামিন বহাল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৮

আলোচিত ঝুমন দাশের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি সুনামগঞ্জের আদালত থেকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে তার জামিন বহাল রেখেছেন ট্রাইব্যুনালের বিচারক।

বুধবার (০৮ ডিসেম্বর) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দেন তিনি। ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্ট থেকে দেওয়া জামিন বহাল রাখার আবেদন জানালে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক।

এর আগে ৬ ডিসেম্বর সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ঝুমন দাশকে হাজিরের জন্য সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তার আইনজীবী মো. নূর আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর ঝুমন দাশকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরের অনুমতি দেন বিচারক। দুপুর ১২টায় ঝুমন দাশ সাইবার ট্রাইব্যুনালে হাজির হন।

ঝুমন দাশ বলেন, জেলার বাইরে না যাওয়ার শর্তে আমাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তাই আমি জেলার বাইরে যেতে পারি না। মামলাটি স্থানান্তর হওয়ার পর সিলেট ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার অনুমতির জন্য সুনামগঞ্জের আদালতে আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করায় বুধবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছি। এখন মামলা সংক্রান্ত কিছু কাজে সিলেটে অবস্থান করছি। 

ঝুমন দাশের সুনামগঞ্জের আইনজীবী নূর আলী বলেন, সিলেটে সাইবার ট্রাইব্যুনালে হাজিরের জন্য আদালতে আবেদন করেন ঝুমন দাশ। আদালত তার আবেদন মঞ্জুর করে সিলেটে যাওয়ার আদেশ দেন। 

ঝুমন দাশের সিলেটের আইনজীবী সৈয়দ কাওসার আহমদ বলেন, বুধবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে ঝুমন দাশ হাজির হন। আদালত তার জামিন বহাল রাখেন।

তিনি বলেন, সুনামগঞ্জে সাইবার ট্রাইব্যুনাল না থাকায় ঝুমন দাশের মামলাটি বিচারের জন্য সিলেটের ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী আদালত পরিবর্তন হলে যে আদালতে মামলা স্থানান্তর হয়, ওই আদালতে জামিন বহালের আবেদন করতে হয় আসামিকে। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ১৬ মার্চ ঝুমন দাশকে আটক করে পুলিশ। ২২ মার্চ তার বিরুদ্ধে শাল্লায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় ঝুমন দাশ প্রায় ছয় মাস কারাগারে ছিলেন। গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

/এএম/
সম্পর্কিত
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
আত্মসমর্পণ করে জামিন পেলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৩ নেতা
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা