X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীকে বিদায় করে পুলিশকে সঙ্গে নিলো বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

টানা দুই ম্যাচ জিতে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই বসুন্ধরা কিংস নিয়মিত একাদশের আটজনকে বিশ্রাম দিয়েছিল। কাজী তারিক-ফের্নান্দেসকে ছাড়া খেলতে নেমে শুরুর দিকে বেশ বেগ পেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে সময় গড়াতেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ১০ জনের বন্দরনগরীর দলটির বিপক্ষে ব্রুজনের দল জিতেছে ৩-০ গোলে। তাতে চট্টগ্রাম আবাহনীর বিদায়ঘণ্টা বেজে গেছে। সমান্তরালে গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরার সঙ্গে নকআউট পর্বে উঠে গেছে পুলিশ এফসি।

‘ডি’ গ্রুপে সেরা হয়ে বসুন্ধরা কোয়ার্টার ফাইনালে খেলবে। ৯ পয়েন্ট নিয়ে সেরা আটে তারা। বসুন্ধরার জয়ে কপাল খুলেছে পুলিশের। স্বাধীনতা কাপের সেরা আটে উঠেছে তারাও। তিন ম্যাচে পুলিশের মতো ২ পয়েন্ট বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম আবাহনীর। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে শেষের দুই দল।

আজ (মঙ্গলবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার ভ্রানিস নিজের পজিশনেই খেলেছেন। এলিটা কিংসলে নাম্বার নাইন হিসেবে ছিলেন। কিন্তু আলো ছড়াতে পারেননি কেউই।

তারপরও ২২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োর জোরালো কোনাকুনি শটে এগিয়ে যায় বসুন্ধরা। বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও আটকাতে পারেননি আজাদ হোসেন। বল তার হাতের নিচ দিয়ে খুঁজে নেয় ঠিকানা।

তিন মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট হয় চট্টগ্রাম আবাহনীর। থ্যাঙ্কগড বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে তা ক্লিয়ার করতে গিয়ে রুবেল মিয়ার পায়ে তুলে দেন কিংস গোলকিপার সুলতান। ফাঁকা পোস্ট পেয়েও বাইরে মেরে সুযোগ হেলায় হারান রুবেল।

৩৬ মিনিটে ফ্রি কিকের আগ মুহূর্তে পজিশন নিতে গিয়ে কিংসলেকে কনুই দিয়ে আঘাত করে বসেন থ্যাঙ্কগড। দুই পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। রেফারি থ্যাঙ্কগডকে দেন হলুদ কার্ড।

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড লাইনে তিনটি পরিবর্তন আনে বসুন্ধরা। মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল ও ইব্রাহিম মাঠে নামেন। তাতে করে আক্রমণে ধার বাড়ে। শেষ ১০ মিনিটের দুই গোলও পায় তারা। ৮০ মিনিটে ভ্রানিসকে আটকাতে পোস্ট ছেড়ে আসা আজাদ বক্সের একটু ওপরে বল ধরে লাল কার্ড দেখেন। বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ডের ফ্রি কিক ফেরান বদলি গোলকিপার শেখ সাইফুল ইসলাম, কিন্তু বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

৮৮ মিনিটে রবিনিয়োর পাস ধরে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বদলি ফরোয়ার্ড মতিন। তাতে টানা তৃতীয় জয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেন বসুন্ধরা। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর বিদায় নিশ্চিত হয়ে যায়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা