X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জেনারেল বিপিনের মৃত্যুতে শোক যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫০

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষা প্রধান) জেনারেল বিপিন রাওয়াত-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে।

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল রাওয়াত দেশটির সেনাবাহিনীতে একটি ঐতিহাসিক সময়ের নেতৃত্ব দিয়েছিলেন। তার তত্ত্বাবধানেই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার বড় ধরনের সম্প্রসারণ ঘটে।

গত সেপ্টেম্বরে সামরিক উন্নয়ন এবং সমমনা দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির সঙ্গে পাঁচ দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফর করেন।

বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে বিপিন ও তার স্ত্রীসহ কপ্টারটির ১৪ আরোহীর ১৩ জনই নিহত হন। আহত একজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

হেলিকপ্টার বিধ্বস্তের পর বিদ্যমান অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানাতে বিপিনের বাসায় যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, তামিল নাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীর ব্যথিত। এই দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্যকে হারিয়েছি। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা