X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ৫ বাঙালির নামে ৫ ভবন

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ২৩:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৩:০০

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পাঁচ জন বিশিষ্ট বাঙালির নামে পাঁচটি নতুন ভবনের নামকরণের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। সোমবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস এক সংবাদ সম্মেলনে এই পাঁচ বিশিষ্ট বাঙালির নাম ঘোষণা করেন। এ সময় ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগমও উপস্থিত ছিলেন।

যে পাঁচ জনের নামে ভবনের নামকরণ করা হচ্ছে তারা হলেন কবি সুফিয়া কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল। এছাড়া পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলীর নামে একটি ভবনের নামকরণ করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সোমবারের সংবাদ সম্মেলনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নেওয়া বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে পাঁচ জন বাঙালির নামে পাঁচটি কাউন্সিল ভবন নামকরণের এই ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি বলেন, তাসাদ্দুক আহমেদ এমবিই-এর নামে মাইলএন্ডে, শাহাব উদ্দিন আহমেদ বেলালের নামে স্টেপনি গ্রিনে, সৈয়দ আশরাফুল ইসলামের নামে স্পিটালফিল্ডস অ্যান্ড বাংলাটাউনে এবং কবি সুফিয়া কামালের নামে বেথনাল গ্রিনে ভবন নির্মাণ করা হবে।

এ বছরই ভবনগুলোর নির্মাণ কাজ শুরুর আশাবাদ জানান জন বিগস। তিনি বলেন, নামকরণের সময় কমিউনিটি এবং রাষ্ট্রে তাদের অবদানের কথা স্মরণ রাখা হয়েছে। আর টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় সমাজকে উদযাপনের ক্ষেত্রে এই নামকরণের বিশেষ ভূমিকা আছে। এছাড়া এই উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মের কাছে তাদের পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখবে। তরুণরা তাদের অবদান সম্পর্কে জানতে পারবে।

সোমবার নতুন করে যে চার জনের নামে ভবনের নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে তাদের একটি পরিচিতিও তুলে ধরেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

তাসাদ্দুক আহমেদ এমবিই

সামাজিক ও রাজনৈতিক ক্যাম্পেইনার তাসাদ্দুক আহমেদ ১৯৮৯ সালে এমবিই খেতাব এবং ২০০০ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফ্রিডম অব দ্য বারা সম্মান অর্জন করেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাঙালি কমিউনিটির সেবায় নিয়োজিত তাসাদ্দুক আহমেদ দেশের ডাক এবং ইস্টার্ন নিউজ নামে দুটি সংবাদপত্রও প্রকাশ করেন। তার দেওয়া টাইপরাইটার দিয়েই সাপ্তাহিক জনমত পত্রিকার প্রথম প্রকাশ হয়েছিল। তিনি সেন্ট্রাল লন্ডনে গ্যাঙ্গেল নামে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন এবং এটি খ্যাতি লাভ করে। তিনি টাওয়ার হ্যামলেটসে অসংখ্য ওয়েলফেয়ার স্কিমের সঙ্গে জড়িত ছিলেন। তার হাত দিয়ে বহু সংগঠনের জন্ম হয়। কমিউনিটির অগ্রযাত্রায় বিশেষ অবদানের জন্য স্থানীয় বাঙালি কমিউনিটির কাছে তিনি পিতৃতুল্য হিসেবে পরিচিত। তিনি ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

শাহাব উদ্দিন আহমদ বেলাল

বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষভাবে ভূমিকা রাখা শাহাব উদ্দিন বেলাল ৮০ এবং ৯০-এর দশকে কমিউনিটির মানুষের সেবায় জোরালো ভূমিকা রাখেন। স্টেপনি গ্রিন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও কমিউনিটির সেবায় তার অনেক ভূমিকা রয়েছে। ২০১৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সময় লন্ডনে বাঙালি কমিউনিটির সেবায় ব্যাপক ভূমিকা রাখেন। তিনি টাওয়ার হ্যামলেটসের শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং সাবেক মন্টিফিউরি সেন্টারের পরিচালক হিসেবে কমিউনিটির অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখেন। তিনি মৃত্যুবরণ করেন ২০১৯ সালে।

সুফিয়া কামাল

সুফিয়া কামাল একজন কবি ও রাজনৈতিক কর্মী। বাংলাদেশের নারী মুক্তি ও স্বাধীনতা আন্দোলনে তার বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৯৯ সালে তিনি মারা যান। তিনি বাংলাদেশের প্রথম নারী যাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়