X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
বিপিএল-২০২২

চট্টগ্রামের নেতৃত্ব হারালেন মিরাজ, প্রধান কোচও পরিবর্তন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৯ জানুয়ারি ২০২২, ১৮:১২আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

জাকজমকপূর্ণ অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছিল। কিন্তু হুট করেই নিজেদের পঞ্চম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তন করলো ফ্র্যাঞ্চাইজিটি। মিরাজের বদলে আজ (শনিবার) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে নাঈম ইসলামকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত কোচ পল নিক্সনের ‘সুনির্দিষ্ট’ কিছু নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমন বদল এসেছে বলে নিশ্চিত করেছেন দলটির চীফ অপারেটিং অফিসার ইয়াসির আলম।

শুধু অধিনায়কত্বে নয়, চট্টগ্রাম পরিবর্তন এসেছে কোচিং স্টাফেও। প্রধান কোচ পল নিক্সন চার ম্যাচ দায়িত্ব সামলেই দেশে ফিরে গেছেন। তার বদলে বোলিং কোচ শন টেইটকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটির ‘অভ্যন্তরীণ সমঝোতার’ ভিত্তিতেই এমন পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

বিপিএলের পুরো সময়ের জন্যই চট্টগ্রামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিক্সন। এমনিতে তিনি কাউন্টি দল লিস্টারশায়ারের দায়িত্ব পালন করে আসছেন। হুট করে কাউন্টি দল থেকে ডাক পড়াতে চলে যেতে হয়েছে তাকে। বিয়ষটি নিয়ে চট্টগ্রামের চীপ অপারেটিং অফিসার ইয়াসির বলেছেন, ‘বিশেষ পরিস্থিতির কারণেই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম ইসলাম। আর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শন টেইট। পল নিক্সন কাউন্টিতে দায়িত্ব পালনের জন্য চলে গেছেন। তার পর্যবেক্ষণে এগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা অভ্যন্তরীণ আলোচনায় মাধ্যমে এই পরিবর্তন করেছি।’

এদিকে দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির বলেছেন, ‘নিক্সনের সঙ্গে পুরো আসরের জন্যই চুক্তি ছিল। তার কাউন্টি ক্লাব থেকে জরুরি বার্তা পেয়ে তিনি ইংল্যান্ডে ফিরে গেছেন। যাওয়ার আগে দল কীভাবে চলবে, তিনি এর একটি পর্যবেক্ষণ দিয়ে গেছেন। তার ভিত্তিতেই এই পরিবর্তন এসেছে। মিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নির্ভার খেলার সুযোগ দিতে তিনি নেতৃত্ব বদলের কথা বলেছিলেন।’

মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যায় ইয়াসির বলেছেন, ‘পল নিক্সন চলে যাওয়ার সময় কিছু পর্যবেক্ষণ দিয়ে গেছেন। তারই একটি অধিনায়ক বদল। মিরাজের বদলে নাঈমের ওপর দায়িত্ব দিতে বলেছিলেন তিনি। আমরা আলোচনা করে নাঈমকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছি।’

নিক্সন চলে গেলেও জুমের সাহায্যে দলের সভায় অংশ নেবেন। দূর থেকে হলেও সবকিছু পর্যবেক্ষণ করবেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন