ভরিতে স্বর্ণের দাম বাড়ছে ১২২৫ টাকা


স্বর্ণদেশের বাজারে আবারও প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় বাংলাদেশেও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের এ নতুন মূল্য আগামী শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ৭ মার্চ ভরিতে স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়ায় সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের দাম হবে ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬৬৬ টাকা।

বর্তমানে বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ ৪৬ হাজার ১৮৯ টাকায়, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া স্বর্ণের সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বাড়ানো হয়েছে সংগঠনটির ওই সভায়। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। শুক্রবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১৬৬ টাকা।

/এসএনএইচ/