কৃষকের উন্নয়নে সাড়ে ১৭ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশ-বিশ্বব্যাংকদেশের ১০ লাখেরও বেশি গরীব কৃষককে বাজারে প্রবেশাধিকার এবং কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশকে ১৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ সহায়তার আওতায় নারী কৃষকদের প্রধান্য দেওয়া হবে।

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের প্রধান চিমিয়াও ফান  চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সরকারকে ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে ঋণ পরিশোধ করতে হবে। এর সার্ভিজ চার্জ ধরা হয়েছে শূণ্য দশমিক ৭৫ শতাংশ।

জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- শস্য,পশু পালন, মাছের উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণ এবং গরীব কৃষকদের বাজারে প্রবেশাধিকার বাড়ানো।

সূত্র: বাসস

/এসএনএইচ/