শিক্ষা প্রতিষ্ঠানে বাস অনুদান দিল ইফাদ অটো ও অশোক লেল্যান্ড

প্রধামন্ত্রীর হাতে চাবি হস্তান্তর করছেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুল বাস অনুদান দিয়েছে ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড। পরে প্রধানমন্ত্রী বাসগুলো দেশের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর উপহার হিসেবে দিয়েছেন।

গত শনিবার দুপুরে গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধামন্ত্রীর কাছে এসব বাসের চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষে ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকীন আহমেদ এবং পরিচালক তাসফীন আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিত্তবানদের রাজধানীর যানজট নিরসন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বাস দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীকে ১০টি বাস অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইফাদ অটো।

বাস উপহার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, সভারের প্রয়াস (বিশেষায়িত স্কুল), নেত্রকোণা সরকারি কলেজ, রাঙ্গামাটি পাবলিক কলেজ, সরকারি বাঙলা কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এম.এম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ।

/এসএনএইচ/