ঈদের ছু‌টি‌তে ব্যাংক খোলা রাখার দা‌বি এফবিসিসিআই’র

ঈদ-উল-ফিতরের টানা ৯দিনের ছু‌টিতেও ব্যাংক লেন‌দেন চালু রাখার দা‌বি জানিয়েছে ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার বাংলা‌দেশ ব্যাংকে এ সংক্রান্ত একটি চি‌ঠি দি‌য়ে‌ছে সংগঠন‌টি।

এ বিষ‌য়ে আবদুল মাতলুব আহমাদ ব‌লেন, ঈদের দীর্ঘ  ছু‌টি চাকু‌রিজীবী‌দের জন্য ভা‌লো। ত‌বে এতে করে ব্যবসায়ীরা ক্ষ‌তির সম্মুখীন হ‌বেন। কারণ ব্যাংক বন্ধ থাক‌লে নগদ টাকা জমা রাখা যা‌বে না। এতে চু‌রি ডাকা‌তির ভয় র‌য়ে‌ছে। ফ‌লে নগদ টাকা নি‌য়ে সমস্যায় পড়‌বেন তারা। তাই ঈদের নয়‌ দি‌নের ছু‌টি‌তে ব্যাংক লেন‌দেনসহ সেবা খা‌ত সচল রাখার দা‌বি জানাচ্ছি।

ব্যাংক খোলা রাখার প্রস‌ঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি ব‌লেন, ঈদের আগে ৪ জুলাই পর্যন্ত লেন‌দেন চালু রাখ‌তে হ‌বে এবং ঈদের দু‌দিন পর অর্থাৎ ৯ জুলাই থে‌কে আবার লেন‌দেন শুরু করতে হবে।

/এসএনএইচ/