এডিপি’র ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালচলতি অর্থবছরের সর্বশেষ হিসাব অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি- সংশোধিত) ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাজাধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, চলতি অর্থবছরে এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা পরে তা সংশোধন করে ৯১ হাজার কোটি টাকা করা হয়। ২৮ জুন পর্যন্ত চলতি বছরের এডিপির ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯১ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, এখনও দু’টি মন্ত্রণালয়ের তথ্য পাওয়া বাকি রয়েছে। এগুলো পেলে এডিপি বাস্তবায়ন বাড়বে। চলতি অর্থবছরে ব্যয় হয়েছে ৭৯ হাজার ১১৫ কোটি টাকা এবং গত অর্থবছরে খরচ হয়েছিল ৭১ হাজার ১৪০ কোটি টাকা।
/এসএনএইচ/
আরও পড়ুন:
শাহজালাল বিমানবন্দর নিয়ে যুক্তরাজ্যের রিপোর্টে যা আছে