জাপানকে অবকাঠামো ও বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিকল্পনামন্ত্রীর

আ হ ম মুস্তফা কামাল ও মাসাতো ওয়াতানবিবাংলাদেশের অবকাঠামো ও বিদ্যুৎখাতে জাপানের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে জাপান বাংলাদেশের অবকাঠামো এবং বিদ্যুৎখাতে বিনিয়োগ বাড়াতে পারে।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রি এ পরামর্শ দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিভিন্ন খাতের উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।  

একই দিন পরিকল্পনামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কিমিও ফান। এ সময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

/এসআই/এসএনএইচ/