আইনকানুনেও দুর্নীতি কমছে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতবিভিন্ন ধরনের আইনকানুন করেও দেশে দুর্নীতি কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বৈষম্য ও দারিদ্র্য নিরসনে বাজেট ও অন্যান্য নীতি-কাঠামোর ভূমিকা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন।

দুর্নীতিমুক্ত ও গতিশীল লেনদেনের জন্য অনলাইন পেমেন্টের বিষয়ে গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী, বলেন, বর্তমানে ১২ লাখ লোক কর প্রদান করেন। আগামী দুই বছরে করদাতার সংখ্যা ৮ কোটি বাড়িয়ে ২০ লাখে উন্নীত করা হবে। এটা উচ্চাভিলাষী মনে হতে পারে। কিন্তু আমাদের এটা করতে হবে। কারণ রাজস্ব আহরণ না করে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে না।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের এখানে রেমিট্যান্সের ক্ষেত্রে ১০ শতাংশ চার্জ রাখা হয়। এটা ২ শতাংশের ওপরে হওয়া উচিত নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের দারিদ্র্যের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোই দারিদ্র্য নিরসনের প্রথম সমস্যা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ধনী থেকে দরিদ্র হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানের উদ্যোগের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষকেও দারিদ্র্যের হাত থেকে রক্ষা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করতে হলে খাদ্য অধিকার আইন ও ইন্টারনেট প্রাপ্তির অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

সাবেক মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারপারসন ডা. দীপু মনির সভাপতিত্বে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ফখরুল ইসলামসহ সরকারদলীয় এমপি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/