বিও নবায়ন ফি’র ৬১ কোটি টাকা জমা দিয়েছে বিএসইসি

অর্থমন্ত্রীর হাতে চালানের অনুলিপি তুলেন দেন ড. এম. খায়রুল হোসেনপুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও একাউন্ট নবায়ন ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪শ’ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মোট তিনটি চালানের মাধ্যমে অর্থমন্ত্রণালয়ে এ অর্থ জমা দেয় সংস্থাটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চালানের অনুলিপি হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. আব্দুস সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা এবং বিএসইসি’র কর্মকর্তারা।

জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরের সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে এ অর্থ পেয়েছে বিএসইসি। যার মধ্যে ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার দুইশত টাকা, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকা এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার দুইশত টাকার মোট তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।

/এসআই/এসএনএইচ/