মাহমুদুল হাসান বিজেএমসি’র নতুন চেয়ারম্যান

মো. মাহমুদুল হাসানবাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসির) মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) মো. মাহমুদুল হাসানকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ূন খালেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

রবিবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। মো. মাহমুদুল হাসান ১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

বিজেএমসি সরকারি পাটকল নিয়ন্ত্রণ, পরিদর্শন ও সমন্বয়ের কাজ করে থাকে। চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড অব ডিরেক্টরসের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। বর্তমানে এ সংস্থার অধীনে ৩টি নন জুট প্রতিষ্ঠানসহ মোট ২৬টি পাটকল রয়েছে। ঢাকা অঞ্চলের অধীনে ৭টি, চট্টগ্রাম অঞ্চলের অধীনে ১০টি এবং খুলনা অঞ্চলের অধীনে ৯টি মিল রয়েছে। আঞ্চলিক মিলগুলো দেখাশোনা ও সমন্বয়ের জন্য বিজেএমসির দুটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।

/এসএনএইচ/