আইসিসি বাংলাদেশে অনুদান দিল ইসলামী ব্যাংক

আইসিসি বাংলাদেশে অনুদান দিল ইসলামী ব্যাংকইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষতা বাড়াতে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি আ স ম কাসেম ও রাশেদ মাকসুদ খান, বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. ফজলুল হক, আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, আবু রেজা মো. ইয়াহিয়া ও কেএম মনিরুল আলম আল-মামুন প্রমুখ।

/এসএনএইচ/